- Home
- Entertainment
- Bollywood
- ক্যাটরিনা সলমন প্রেমে বিচ্ছেদ, প্রকাশ্যে এভাবেই ক্যাটকে বিপাকে ফেলেছিলেন ভাইজান
ক্যাটরিনা সলমন প্রেমে বিচ্ছেদ, প্রকাশ্যে এভাবেই ক্যাটকে বিপাকে ফেলেছিলেন ভাইজান
সলমন ও ক্যাটরিনার প্রেম কাহিনির কথা কম বেশি সকলেরই জানা। তাঁদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ যে খুব একটা সকলের নজর এড়িয়ে ছিল এমনটা নয়। তাঁরা একে অন্যের সঙ্গে যতটা স্বাভাবিক ছিলেন, ঠিক ততটাই বিচ্ছেদের পর একজন অন্যের পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।
- FB
- TW
- Linkdin
)
পর্দায় আত্মপ্রকাশের পর থেকেই সকলেই জানতেন সলমন ও ক্যাটের মধ্যে থাকা সম্পর্কের পারদ ক্রমেই উষ্ণ হয়ে উঠছে।
একাধিক ছবিতে এই জুটি দর্শকদের নজর কাড়লেও, ক্যাটের স্টানিং লুক তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
এমনই সময় রণবীর কাপুরের নজরও পড়ে ক্যাটের ওপর। আজব প্রেম কি গজব কাহানি, ছবির সেট থেকেই প্রেম শুরু।
সলমনের অজান্তেই চলতে থাকে এই সম্পর্ক। সলমনের নজরে আসা মাত্রই তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মত দিতে শুরু করেন।
রণবীরকে বাক্যবাণে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। একাধিকবার তাঁকে নিশানা করে সলমন বলেন, ক্যাটের পেছনে পাড়ার সারমেয়দের মত পড়ে রয়েছেন রণবীর।
কিন্তু নিজের মুখে নালাগ না রেখেই একবার বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন সলমন খান। যদিও তা নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি ক্যাট।
ভারত ছবির প্রমোশনে কপিল শর্মার শো-তে এসে একবার সাফ জানিয়েছিলেন সলমন ক্যাট আমাকে ছেড়ে দিয়েছে।
পরিস্থিতি অনুমান করতে না পেড়ে চুপ করেই ছিলেন সেদিন ক্যাটরিনা। তখন তাঁর ও রণবীরের মধ্যে সম্পর্কের বিচ্ছেদও ঘটে গিয়েছে।