- Home
- Entertainment
- Bollywood
- এক ফোনে ছুটে এসেছিলেন শাহরুখ, সবচেয়ে মূল্যবান 'Asset' টাই দিয়েছিলেন ইরফানকে, হতবাক সুতপা
এক ফোনে ছুটে এসেছিলেন শাহরুখ, সবচেয়ে মূল্যবান 'Asset' টাই দিয়েছিলেন ইরফানকে, হতবাক সুতপা
- FB
- TW
- Linkdin
আজ আর তিনি নেই। একবছর ইরফানহীন বলিউড ভাবলেই যেন বিস্মিত হয়ে যাচ্ছেন কিং খান।
নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে এক বছর আগে সকলকে ছেড়ে চলে যান বলি অভিনেতা ইরফান খান।
জটিল এই রোগের যখন যখন লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। ঠিক তার আগে স্ত্রী সুতপার কাছ থেকে একটা ফোন কল এসেছিল শাহরুখের কাছে।
ইরফানের সেই ফোন কল পেয়েই ছুটে এসেছিলেন অভিনেতা শাহরুখ খান।
ইরফান ও তার স্ত্রী সুতপার সঙ্গে সেদিন দুই ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলেন শাহরুখ।
প্রিয় বন্ধুর চিকিৎসার জন্য চলে যাওয়ার আগে নিজের লন্ডনের বাড়ির চাবিটা ইরফানের হাতে দিয়েছিলেন অভিনেতা। যা দেখে হতবাক হয়েছিলেন ইরফান ও সুতপা।
যদিও সেই চাবি নিতে অস্বীকার করে ইরফান। কিন্তু শাহরুখের জেদের কারণেই শেষ পর্যন্ত সেই চাবি নিয়েছিলেন ইরফান।
টিনসেল টাউনে শাহরুখের অন্যতম প্রিয় বন্ধু ইরফান খান। তাই প্রিয় বন্ধুর কথা রাখতে মূল্যবান সম্পদটা সাদরে গ্রহণ করতে একপ্রকার বাধ্য হয়েছিলেন অভিনেতা।