- Home
- Entertainment
- Bollywood
- সৎ সন্তান বলেই কি সারার মা হয়ে উঠতে পারেননি করিনা, কোথায় খামতি বেবোর, না কি অন্য রহস্যের আঁচ
সৎ সন্তান বলেই কি সারার মা হয়ে উঠতে পারেননি করিনা, কোথায় খামতি বেবোর, না কি অন্য রহস্যের আঁচ
- FB
- TW
- Linkdin
করিনা কাপুরের সঙ্গে সারা আলির সম্পর্কের মাঝে থাকা একাধিক বিতর্ক উড়িয়ে অবশেষে মুখ খুললেন সারা আলি খান। সাফ জানালেন, তাঁর মাকে নিয়ে একাধিক তথ্য।
করিনার সঙ্গে দেখা হলেই তাঁদের কথা হয়। করিনা কাপুর বলিউডে এক প্রচিষ্টিত অভিনেত্রী। সেই দিক থেকে একাধিক উপদেশ দিয়ে থাকেন সারাকে।
সারার কথায় যা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন তিনি। সারা কোনও কিছু গোপন না করেই জানান, করিনা কখনও তাঁদের মা হয়ে ওঠার চেষ্টা করেননি। আর সেই কারণেই তাঁদের মধ্যে কখনও কোনও সমস্যা হয়নি।
অমৃতা প্রতিটা মুহূর্তে তাঁদের বুঝিয়েছেন, যা মায়ের জায়গা কেউ নিতে পারে না। তাই অমৃতাই তাঁদের মা থাকবেন সারা জীবন।
সারার কথায় তিন কারণেই এই সম্পর্ক এখনও মজবুত, প্রথমত করিনা কখনও চেষ্টাই করেন না মা হয়ে ওঠার, দ্বিতীয়ত তাঁদের মায়ের জায়গা কেউ নিতে পারবে না কখনও, তৃতীয়ত করিনা ভিষণ প্রফেশনাল।
সারার কথায় তাঁকে বাবা সব থেকে বেশি ভালোবাসে। কারণ সারারর সঙ্গে সইফের পরিচয় সব থেকে বেশি দিনের। ভাইয়ের থেকে পাঁচ বছর বেশি, তৈমুরের থেকে ২১ বছরের বেশি।
কিন্তু তিনি করিনাকে ভিষণ ভালোবাসেন। কারণ করিনা তাঁর বাবাকে খুশি রেখেছেন। ভালো রেখেছেন। তাতেই সে খুশি।
সারার কথায় বাইরে রটনা যাই হোক না কেন, পরিবারের মধ্যে একটা ব্যালন্স ধরে রেখেই চলতে পছন্দ করেন সারা আলি খান।
এর বাইরে কখনই কিছু চাননি সারা আলি খান। তিনি সর্বদাই তাঁর মা অমৃতার সঙ্গে থাকতে বেশি পছন্দ করেন। বর্তমানে তাই থাকেনও।