- Home
- Business News
- Other Business
- BIG NEWS, বছরে মাত্র ১২ টাকা দিয়েই এবার পেয়ে যাবেন ২ লক্ষ টাকার বিমা, জানুন কীভাবে
BIG NEWS, বছরে মাত্র ১২ টাকা দিয়েই এবার পেয়ে যাবেন ২ লক্ষ টাকার বিমা, জানুন কীভাবে
করোনা মহামারির জন্য মানুষের জীবনে নানা অসুবিধা যেন লেগেই রয়েছে। এই মহামারি যেন মানুষকে একঘরে করে দিয়েছে। এই সময়টাতে মানুষ হেলথ ইনস্যুরেন্সের গুরুত্ব বুঝতে পেরেছেন। এই সময়টাতে ইনস্যুরেন্স সংস্থাগুলি মেডিক্যাল ইনস্যুরেন্স করানোর খরচও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যার জেরে অনেকেই ইনস্যুরেন্স করাতে পারছেন না। এবার তাদের কথা ভেবেই সাহায্যের জন্য এগিয়ে এসেছে কেন্দ্র। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা এর সাহায্যে উপকৃত হবেন। প্রতিমাসে ১ টাকা অর্থাৎ বছরে ১২ টাকা দিলেই পেয়ে যাবেন ২ লক্ষ টাকা বিমা। কীভাবে মিলবে এই যোজনার সুবিধা, জেনে নিন বিশদে।

করোনা মহামারির মধ্যে গরিবদের কথা ভেবেই সাহায্যের জন্য এগিয়ে এসেছে কেন্দ্র। এবার নাম মাত্র প্রিমিয়ামে বিমা যোজনা নিয়ে এসেছে কেন্দ্র সরকার।
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা এর সাহায্যে উপকৃত হবেন। প্রতিমাসে ১ টাকা অর্থাৎ বছরে ১২ টাকা দিলেই পেয়ে যাবেন ২ লক্ষ টাকা বিমা।
কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার (PM suraksha bima yojana) সুবিধা নিয়ে নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PM suraksha bima yojana) যে কোনও ব্যাঙ্কে খোলা যেতে পারে। এই যোজনায় বছরে মাত্র ১২ টাকা দিয়ে ২ লক্ষ টাকার বিমা পেয়ে যাবেন।
এটি হল এক রকমের দুর্ঘটনা বিমা পলিসি যার মাধ্যমে দুর্ঘটনার সময় মৃত্যু হলে বিমার টাকা ফেরত পাবেন গ্রাহকেরা।
এটি হল এক রকমের দুর্ঘটনা বিমা পলিসি যার মাধ্যমে দুর্ঘটনার সময় মৃত্যু হলে বিমার টাকা ফেরত পাবেন গ্রাহকেরা।
এই যোজনার প্রিমিয়াম সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে। তবে এই যোজনা করার জন্য প্রতিবছর ১ জুনের আগে ফর্ম ফিলাপ করতে হবে।