- Home
- India News
- ডেল্টা প্লাস - করোনার নয়া রূপ নিয়ে উদ্বীগ্ন কেন্দ্র, এই ভেরিয়েন্টই কি ডেকে আনবে তৃতীয় তরঙ্গকে
ডেল্টা প্লাস - করোনার নয়া রূপ নিয়ে উদ্বীগ্ন কেন্দ্র, এই ভেরিয়েন্টই কি ডেকে আনবে তৃতীয় তরঙ্গকে
- FB
- TW
- Linkdin
ডেল্টা প্লাস রূপভেদ কি?
চলতি বছরের গোড়ার দিকে ভারতে আঘাত হেনেছিল কোভিড-১৯ মহামারির দ্বিতীয় তরঙ্গ। তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল করোনার ট্রিপল মিউট্যান্ট রূপভেদ B.1.617.2'এর এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। গত ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছিল ডেল্টা ভ্যারিয়্যান্ট। বিজ্ঞানীরা জানিয়েছেন সেই ডেল্টা ভ্যারিয়্যান্টের স্পাইক প্রোটিনে একটি বদল ঘটে করোনার আরও একটি নতুন রূপান্তর তৈরি হয়েছে, যার আনুষ্ঠানিক নাম B.1.617.2.1 বা । ডেল্টা প্লাস।
নয়টি দেশে ডেল্টা প্লাস
ভারত ছাড়াও যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, পোল্যান্ড, জাপান, নেপাল, চিন এবং রাশিয়া - এখনও
পর্যন্ত বিশ্বের মোট নয়টি দেশে এই রূপভেদকে সনাক্ত করা গিয়েছে। গত মার্চ মাসে ইউরোপেই ডেল্টা প্লাস
ভেরিয়েন্ট প্রথম সনাক্ত করা হয়েছিল। বর্তমানে, জনসংখ্য়ার ব্যাপক অংশের টিকাকরণ সত্ত্বেও যুক্তরাজ্যে
যে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে, তার পিছনে এই নয়া রূপভেদই কারণ বলে সন্দেহ করা হচ্ছে।
ডেল্টা প্লাস-এর বিরুদ্ধে ভ্যাকসিনগুলি কি কার্যকরী?
এখনও ডেল্টা প্লাস ভেরিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনগুলির কার্যকারিতা পরীক্ষা করা যায়নি। তাই এই বিষয়ে
নানা মুনির নানা মত রয়েছে। বিজ্ঢানীদের দারণা এমআরএনএ ভিত্তিক টিকাগুলি কার্যকর হলেও ভাইরাল
ভেক্টর ভিত্তিক ভ্যাকসিনগুলি নাও কার্যকর হতে পারে। ভারত বায়োটেক বলেছে কোভাক্সিন ডেল্টা এবং বিটা
রূপভেদগুলির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে এইমস হাসপাতালের গবেষণা বলছে
কোভিশিল্ড বা কোভাক্সিন কোনওটাই কার্যকর হচ্ছে না।
তৃতীয় তরঙ্গের মুখে মহারাষ্ট্র
ভারতে বক্তমানে ৩০টি ক্ষেত্রে ডেল্টা প্লাস ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে, তার ২১ জনই মহারাষ্ট্রের। এছাড়া
কেরলে ৩ টি, মধ্যপ্রদেশে ৫ টি এবং কর্নাটকে ২ টি ক্ষেত্রে এই নয়া রূপভেদের সন্ধান পাওয়া গিয়েছে। গত
সপ্তাহেই মহারাষ্ট্রের রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেল্টা প্লাস রূপভেদই মহারাষ্ট্রে তৃতীয় তরঙ্গের সূচনা
ঘটাতে পারে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা আট লক্ষ পর্যন্ত উঠতে পারে এবং তাদের মধ্যে ১০ শতাংশ হতে
পারে শিশু। আগের তুলনায় দ্বিগুণ হারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। ওষুধ, হাসপাতালের শয্যা
এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থানের সহজলভ্যতার জন্য, যে কোনও পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
বাকি ভারতেও কী তৃতীয় তরঙ্গ আসবে?
মহারাষ্ট্র তৃতীয় তরঙ্গের জন্য ঘর গোছাতে শুরু করেছে। বাকি ভারতেও কি ডেল্টা প্লাসের হাত ধরেই আসবে
তৃতীয় তরঙ্গ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলথেন, এই নতুন বিকল্পটি সম্পর্কে ভারতে এখনও তথ্য বিশেষ পাওয়া
যায়নি। ডেল্টারই প্রভাব দেশে এখনও বেশি। তবে তাঁরা সতর্ক করেছেন, ডেল্টা প্লাস বা এওয়াই.০১ বিকল্প
রূপভেদ আগামী কয়েক মাসের মধ্যে ভারতে করোনা মহামারির তৃতীয় তরঙ্গ ডেকে আনতে পারে। কারণ,
তাঁরা আশঙ্কা করছেন, টিকা নেওয়ার ফলে হোক কিংবা আগে সংক্রামিত হওয়ার ফলে - যেভাবেই
অনাক্রম্যতা তৈরি হোক না না কেন, করোনার এই নয়া রূপটিকে তা আটকাতে পারবে না।