মদ্যপান করলেই নাকি কাছে ঘেষবে না করোনা ভাইরাস, কী বলছেন বিশেষজ্ঞরা
- FB
- TW
- Linkdin
করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী । কেউ বলছে চিকেন খেলে করোনা হবে, কেউ বলছে গোমূত্র পান করলে অসুখ সারবে। আবার কেউ বলছে মদ্যপান করলে সেরে যাবে করোনা ভাইরাস।
মদ্যপানে সারতে পারে করোনা ভাইরাস তা নিয়ে অনেক গুজব শোনা গেলেও কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা এখনও প্রমাণিত নয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মদ্যপানের সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই।
এই ভাইরাস একবার শরীরে প্রবেশ করলে তারপর মদ খেলে কিছু হেরফের হবে না।বরং শরীরের ভিতর অ্যালকোলন ঢুকলে ঘটতে পারে অন্য বিপত্তি।
হাত পরিষ্কার করার জন্য অ্যালকোহল বা ক্লোরিন ব্যবহার করা যেতে পারে। তবেই যাই ব্যবহার করবেন না কেন তার সঠিক পদ্ধতি জেনে তবেই ব্যবহার করুন।
৬০ শতাংশ-এর বেশি অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন।
বিশেষজ্ঞদের মতে, কোনও রকম সংক্রমণের প্রভাব কিংবা শারীরিক দুর্বলতা থাকলে তা কখনও মদ্যপানে সারতে পারে না। সুতরাং ভুঁয়ো খবরে কান না দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে ভাল।