পাক-ম্যাচ জিতলেই বিশ্বকাপ পাবেন কোহলি! ম্যাচের আগে দেখা মিলল সোনার ট্রফির
ভারত-পাক ম্যাচকে যে কোনও টুর্নামেন্টেই বলা হয় ফাইনালের আগে ফাইনাল। ক্রিকেটাররা মুখে না মানলেও মনে মনে তাঁরাও যে বাড়তি চাপ অনুভব করেন, তা বলে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও কোনও সমর্থক তো কাপ না জিতলেও পাকিস্তান ম্যাচ জিতলেই খুশি। তো এইরকম একটা 'ফাইনাল' জিতলে কোনও ট্রফি মিলবে না তা কি হয়? বিরাটদের জন্য ভাল খবর যদি পাক ম্য়াচ জেতেন তাহলেই কিন্তু কোহলির হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি। তবে তা একেবারে পুঁচকে ১৮ মিলিমিটারের।
13

এই ট্রফিটি বানিয়েছেন আহমেদাবাদের এক ছোট্ট অলঙ্কার প্রস্তুতকারক সংস্থার মালিক রউফ শেখ বাঙালি।
23
১৮মিলিমিটারের এই ট্রফিটির ওজন ০.৮৮০ মিলিগ্রাম। ব্যবহার করা হয়েছে ২২ ক্যারাটের সোনা। তৈরি করতে সময় লেগেছে তিন মাস।
33
অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা চালানোর পাশাপাশি রউফ শেখ বাঙালি আহমেদাবাদের সমস্ত বাঙালি সমস্ত অ্যাসোসিয়শন-এর প্রেসিডেন্ট। এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ভারতীয় দলকে এই মিনিয়েচার ট্রফি দেওয়া হবে।
Latest Videos