- Home
- Sports
- Cricket
- আফগানিস্তানে তালিবানি তাণ্ডব, ক্রিকেটারের সঙ্গে নতুন জীবন শুরুর আগেই স্বপ্নভঙ্গ আরশি খানের
আফগানিস্তানে তালিবানি তাণ্ডব, ক্রিকেটারের সঙ্গে নতুন জীবন শুরুর আগেই স্বপ্নভঙ্গ আরশি খানের
- FB
- TW
- Linkdin
তালিবানি সন্ত্রাসের কারণে আফহানিস্তান জুড়ে চলছে হিংসা, রক্তপাত ও প্রাণহানি। দেশ ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচতে চাইছেন অনেকেই। তালিবানি তন্ডবের কারণে অভিনেত্রী আরশি খানের জীবনে পড়ল বড়সড় প্রভাব।
বিগ বস ১১ তে প্রতিযোগী হয়ে এসেছিলেন আরশি খান। ১৪ নম্বর সিজনে ফের তাঁকে দেখা যায়। তিনি আসেন চ্যালেঞ্জার হিসেবে। আরও অনেক রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছেন আরশি খান। বিগ বস থেকেই তার জন প্রিয়তা অনেকটাই বেড়ে যায়।
বহু মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন তিনি। ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিট্যাল’, ‘বিষ’, ‘ইস্ক মে মরজাওয়া’ টেলিভিশন শোতেও অংশ নিয়েছিলেন। ওয়েব সিরিজে কাজ করেছেন আরশি। ‘রাত কি রানি বেগম জান’ ও ‘দ্য ইভল ডিজায়ার্স’-এ কাজ করেছেন তিনি।
কিন্তু এই সুপার হট অভিনেত্রীর জীবনও বাদ গেল না তালিবানি তাণ্ডবের প্রভাব থেকে। কারণ আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে বাগদান ও বিয়ে ঠিক হয়েছিল আরশির। কিন্তু তালিবানি হিংসা শেষ করেল দিল সবকিছু।
আরশির জন্য ক্রিকেটার পাত্র ঠিক করেছিল তার বাবা। বাবার বন্ধুর ছেলে হিসেবে ছোট থেকেই একে অপরকে চিনতেন তাঁরা। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তাঁদের মধ্যে। তাই বিয়ে পর্যন্ত এগিয়েছিল সম্পর্ক।
জন্মসূত্রে আফগানিস্তানের সঙ্গে তাঁর যোগসূত্র থাকলেও, নিজেকে একজন ভারতীয় নাগরিকই মনে করেন তিনি। তাঁর পরিবারের সবাই ভারতেই বসবাস করছেন। ইউসুফজাই পরিবারের সন্তান আরশি। কিন্তু তাঁর রুজিরুটি থেকে জীবনযাত্রা, সবটাই ভারতে।
আরশি জানিয়েছেন, সামনের অক্টোবরেই আমার বাগদান হওয়ার কথা ছিল। পাত্র এক আফগান ক্রিকেটার। বাবাই আমার জন্য সেই পাত্র পছন্দ করেছিলেন। কিন্তু এখন যেহেতু তালিবানদের রাজত্ব শুরু হয়েছে, বাবা সেই সম্বন্ধ বাতিল করে দিয়েছেন।
তবে কোন আফগান ক্রিকেটারের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি আরশি। জানাননি সেই খেলোয়াড়ের নাম। কিছুটা হয়তো নিরাপত্তার কথা মাথায় রেখেই নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন আরশি।
প্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে খুশি ছিলেন তার ফ্যানেরা। কিন্তু তালিবানি সন্ত্রাস যে ভারতে থাকা আরশি খানের জীবনেও প্রভাব ফেলতে পারে তা ভাবতেও পারেননি কেউ। এই খবরে হতাশ তার ফ্যানেরা।
তবে ভবিষ্যতে বিয়ে করলে পরিবারকে ভারতীয় ছেলে দেখার কথাই জানিয়েছেন আরশি খান। এই স্মৃতি খুব তাড়াতাড়ি ভুলতে চান বিগবস খ্যাত আরশি খান।