ভবিষ্যতের মহিলা ক্রিকেট দল ঘোষণা অমিতাভ বচ্চনের, অভিনব এই টিমে কারা রয়েছে জানেন
- FB
- TW
- Linkdin
বিগ বি যে তালিকায় প্রকাশ করেছেন তাতে রয়েছেন এমএস ধোনির মেয়ে জিভাও। তিনি ভবিষ্যতের দলের অধিনায়ক হবেন কিনা তাও জানতে চেয়েছেন বলিউড শাহেনশা।
অমিতাভ বচ্চনের দলে রয়েছেন হিটম্যান রোহিত শর্মার মেয়ে সামাইরা।
বিরাট কোহলির অনুপস্থিতে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় টেস্ট দলের অধিনায়ক অজিঙ্কে রাহানের মেয়েও রয়েছেন দলে।
ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের স্তম্ভ চেতশ্বর পুজারার মেয়েও রয়েছেন বিগ বি-র দলে।
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার মেয়েও রয়েছে ভবিষ্যতের দলে।
ভারতের প্রাক্তন ওপেনার বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীরের মেয়েও রয়েছে অমিতাভ বচ্চনের তৈরি টিমে।
অপর বিশ্বকাপ জয়ী ভারতের তারকা স্পিনার হরভজন সিংয়ের মেয়েও রয়েছে শাহেনশার দলে।
বউয়ের সঙ্গে বিচ্ছেদের কারণে শামির সঙ্গে থাকেন না তার মেয়ে। তবে লিগ বি-র টিম থেকে বাদ যায়নি ভারতীয় পেসারের মেয়েও।
ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দুটি মেয়ে। তারাও জায়গা করে নিয়েছে ভবিষ্যতের মহিলা দলে।
বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার মেয়েও রয়েছে দলে।
বাংলা তথা ভারতীয় দলের অন্যতম সেরা উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার মেয়ে আনভিও রয়েছে দলে।
গত বছরেই আইপিএল চলাকালীন বাবা হয়েছেন টি নটরাজন। এখনও মেয়েকে দেখার সুযোগ পাননি তিনি। অমিতাভের দলে রয়েছে নটরাজনের মেয়েও।
২০২১ সালে নতুন বছরে পরিবারে লক্ষ্মী এসেছে ভারতীয় তারকা পেসার উমেশ যাদবের সংসারে। দলে রয়েছে উমেশের মেয়েও।
বিরুষ্কার মেয়ের জন্মের পর থেকে প্রথম ছবি দেখার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন সকলে। যদিও সেই আশা এখনও পূরণ হয়নি। অমিতাভের দলে জায়গা পেয়েছে বিরাটের মেয়েও।
মজার ছলে অমিতাভ বচ্চন যে দল তৈরি করেছেন তা নেটিজেনদের মনে ধরেছে। বিগ বি-র এই অভিনব আইডিয়া পছন্দও হয়েছে সকলের।