ব্যাটে-বলে ধ্বংসাত্বক পারফরমেন্স সচিন পুত্রের, আইপিএল নিলামে হবে কি 'অর্জুনের লক্ষ্যভেদ'
First Published Feb 15, 2021, 5:30 PM IST
প্রথমবার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। নিলামে তাকে নিয়ে দর হাকাহাকির আগে মহড়া সাড়লেন সচিন পুত্র। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্স করলেন অর্জুন তেন্ডুলকর। এবার দেখার আইপিএল অর্জুনের ভাগ্যে কোনও দল জোটে কিনা।

জানুয়ারি মাসেই মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক ঘটেছে অর্জুন তেন্ডুলকরের। সেই সুবাদেই আইপিএল নিলামে নিজের নাম নথিভূক্ত করেছেন সচিন পুত্র।

আইপিএল নিলামের চূড়ান্ত ২৯২ জনের তালিকাতে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। নিজের বেস প্রাইজ ২০ লক্ষ টাকা নির্ধারণ করেছেন মাস্টার ব্লাস্টারের ছেলে।

এবার আইপিএল নিলামের আগে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ফ্র্যাঞ্চাইজিগুলির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন অর্জুন তেন্ডুলকর। কার্যত একার কাঁধে ভর করে জেতালেন তার দলকে।

মুম্বইয়ের ঘরোয়া টুর্নামেন্ট পুলিস শিল্ডে এমআইজি ক্লাবের হয়ে ইসলাম জিমখানার বিরুদ্ধে এক ওভারে ৫টি ছক্কা হাকানোর পাশাপাশি অনবদ্য ব্যাটিং করেন অর্জুন। ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৭৭ রানের ধ্বংসাত্বক ইনিংস খেলেন।

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও অলরাউন্ড পারফরমেন্স করেন সচিন পুত্র। বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অর্জুন তেন্ডুলকর।

অর্জুনের নিংসের সুবাদে এমআইজি ৪৫ ওভারে ৩৮৫ রান করেন। জবাবে জিমখানা মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায়। ৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় এমআইজি ক্রিকেট ক্লাব।

আইপিএল ২০২১-এর নিলাম। তার ঠিক আগে অর্জুন তেন্ডুলকরের এই পারফরমেন্স ফ্র্যাঞ্চাইজিগুলির ডায়েরিতে জায়গা করে নিতে পারে কিনা তার উত্তর মিলবে ১৮ ফেব্রুয়ারি।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?