- Home
- Sports
- Cricket
- Asia Cup 2022: ভারতীয় ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে সবথেকে বেশি রান কার, দেখে নিন প্রথম পাঁচের তালিকা
Asia Cup 2022: ভারতীয় ব্যাটারদের মধ্যে এশিয়া কাপে সবথেকে বেশি রান কার, দেখে নিন প্রথম পাঁচের তালিকা
- FB
- TW
- Linkdin
সচিন তেন্ডুলকর-
টেস্ট এবং ওয়ানডেতে সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রাহক কিংবদন্তি সচিন তেন্ডুলকার এশিয়া কাপে ভারতের হয়ে সব থেকে বেশি রান সংগ্রাহকের শীর্ষে রয়েছেন। এশিয়া কাপে ২১ ইনিংসে ৯৭১ রান করেছেন সচিন। তার গড় ৫১-র বেশি, দুটি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে। ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের শততম শতরান করেছিলেন সচিন।
রোহিত শর্মা-
বর্চতমান ভারত অধিনায়ক রোহিত শর্মা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২৬ ইনিংসে ৮৮৩ রান করেছেন তিনি। ২০১৮ সালে এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। ৫ ইনিংসে করেছিলেন ৩১৭ রান। এবার এশিয়া কাপে সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে।
বিরাট কোহলি-
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে রানের দাপট এশিয়া কাপেও অব্যাহত রয়েছে। কারণ তিনি মাত্র ১৪ ইনিংসে ৬৩.৮৩ এর বিস্ময়কর গড়ে ৭৬৬ রান করেছেন। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার। কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি এশিয়া কাপে তিনটি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তার কেরিয়ারের সেরা ১৮৩ রানের ইনিংস এই এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে। বিরাট কোহলি ফর্মে ফিরলে তার কাছেও সুযোগ রয়েছে এই তালিকায় উপরে ওঠার।
এমএস ধোনি-
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের আরও এক প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। এশিয়া কাপের মঞ্চে এমএস ধোনি ২০ ইনিংসে ৬৯-এর দুর্দান্ত গড়ে ৬৯০ রান করেছেন। তার ঝুলিতে একটি শতরান ও ৩টি অর্ধশতরান রয়েছে। অধিনায়ক হিসেবেও এশিয়া কাপ জিতেছেন ধোনি।
শিখর ধওয়ান-
এবারের এশিয়া কাপ টি২০ ফর্ম্যাটে হওয়ায় দলে নেই শিখর ধওয়ান। ভারতীয়দের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৫ নম্বরে রয়েছে গব্বর। এশিয়া কাপে ১৩ ইনিংসে ৬১৩ রান করেছেন শিখর ধওয়ান।