- Home
- Sports
- Cricket
- ICC T20 World Cup 2021, 'মেয়েদের জার্সি' পড়ে খেলবে অজিরা, বিশ্বকাপ জিততে 'টোটকাই' কী ভরসা
ICC T20 World Cup 2021, 'মেয়েদের জার্সি' পড়ে খেলবে অজিরা, বিশ্বকাপ জিততে 'টোটকাই' কী ভরসা
- FB
- TW
- Linkdin
৫০ ওভারের বিশ্বকাপে মোট ৫ বার ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া দল। যেই রেকর্ড অন্যান্য দলের পক্ষে ভাঙা খুবই কঠিন। কারণ ব্যাগি গ্রিণদের পর দুবার করে একদিনের বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ফলে ৫ বার ট্রফি জয় অন্য়ান্য দলের কাছে এখনও কল্পনাতীত।
একইসঙ্গে ১৯৯৯, ২০০৩, ২০০৭ পরপর তিনবার বিশ্বকাপ জিতে হ্যাটট্রিক গড়ার নজিরও রয়েছে অস্ট্রেলিয়ার। তবে টি২০ বিশ্বকাপে এখনও অজিদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। তবে প্রথম ট্রফি জিততে এবার মরিয়া অস্ট্রেলিয়া।
টি২০ বিশ্বকাপে ২০১০ সালে মাত্র একবার ফাইনালে উঠেছিল অজিরা। সেবার ফাইনালে চিরপ্রতীদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছিল ক্যাঙারু বাহিনীকে। কিন্তু এবার ভাগ্যের চাকা ঘোরাতে বদ্ধপরিকর অজিরা।
তাই কী কিছুটা ভাগ্যেরই সাহায্য নিল তারা। কারণ এবার আইসিসিস টি২০ বিশ্বকাপ ২০২১-এ অস্ট্রেলিয়া দলের জার্সি নির্বাচন অনেকটা তেমনই ইঙ্গিত দিচ্ছে। কারণ, অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপে একটি নয়, বরং ২টি আলাদা জার্সি পরে খেলতে নামবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল, দু'টিই পুরনো নকশার জার্সি। টি-২০ বিশ্বকাপের জন্য আলাদা ডিজাইনের জার্সি তৈরি করেনি এসিবি।
২০১৯ সালে ইংল্যান্ডের মাঠে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপে যে জার্সি পড়ে খেলেছিল অস্ট্রেলিয়া সেই জার্সির পাশাপাশি ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মহিলা দল যে জার্সি পড়ে খেলেছিল চ্যাম্পিয়ন হয়েছিল সই জার্সিও পড়ে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নার, অ্য়ারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদের।
আর এখানেই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুকু করেছেন, তাহলে কী মেয়েদের চ্যাম্পিয়ন হওয়া জার্সি পড়ে নিজেদের ভাগ্যের বদলাকে চাইছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষ পর্যন্ত প্রথম টি২০ বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায় কিনা অজিরা এখন সেটাই দেখার।
টি২০ বিষশ্বকাপে বুধবার ভারতের বিরদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।।২৩ তারিখ মূল পর্বের খেলায় নামবে ব্যাগি গ্রিণরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করাই লক্ষ্য অজিদের।