ব্যক্তিগত নয়, দলগতভাবে আইপিএলের কোন দলের কতগুলি সেঞ্চুরি, দেখে নিন তালিকা
টি-২০ ক্রিকেটে ব্যক্তগিত সেঞ্চুরি করাটা সত্যিই কঠিন। কিন্তু আইপিএল প্রতিটি মরসুমে সকলকে উপহার দেয় বেশ কিছু দুরন্ত সেঞ্চুরি। মাথায় বিশাল চাপ নিয়ে আইপিএলের বিভিন্ন টিমের ব্যাটসম্যানরা বিশ্ব সেরা বোলারদের নাস্তানাবুদ করে একের পর এক সেঞ্চুরি করে চলেছেন প্রতি মরসুমে। কোন দল সব থেকে বেশি সেঞ্চুরি করেছে পরোক্ষভাবে চলতে থাকে সেই প্রতিযোগিতা। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব ব্যক্তিগত নয়, দলগতভাবে আইপেএলে কোন দলের কতগুলি সেঞ্চুরি করেছেন।
- FB
- TW
- Linkdin
১) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১৩টি সেঞ্চুরি)
আইপিএলে দলগত শক্তির বিচারে সবথেকে বেশি ১৩টি সেঞ্চুরি করেছে বিরাট কোহলির আরসিবি। বিরাট কোহলি এবং ক্রিস গেইল দুজনেই ৫টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে এবি ডি ভিলিয়ার্স দুটি এবং মনিশ পান্ডে একটি করে সেঞ্চুরি করেছেন। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল ট্রফি অধরা থেকে গিয়েছে আরসিবির কাছে।
২) কিংস ইলেভেন পঞ্জাব (১১টি সেঞ্চুরি)
দলগত বিচারে ১১ টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে থাকলেও আইপিএল জিততে পারেনি কিংস ইলেভেন পঞ্জাবও। প্রীতি জিনতার দলের হয়ে ক্রিস গেইল এবং হাশিম আমলা দুটি করে ও কে এল রাহুল, বীরেন্দ্র শেহবাগ, পল ভলথাঠি, ঋদ্ধিমান সাহা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাডাম গিলক্রিস্ট এবং ডেভিড মিলার একটি করে শতরান করেছেন।
৩)চেন্নাই সুপার কিংস (৮টি সেঞ্চুরি)
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। তিন বার চ্যম্পিয়ন হওয়ার পাশাপাশি মোট আটবার ফাইনাল খেলেছে এমএস ধোনির দল। সিএসকের আটটি সেঞ্চুরির মধ্যে মুরলী বিজয় এবং শেন ওয়াটসন ২টি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন এছাড়াও আম্বাতি রাইডু, মাইক হাসি, ব্রেন্ডন ম্যাককালাম এবং সুরেশ রায়না একটি করে সেঞ্চুরি করেছেন।
৪) দিল্লি ক্যাপিটালস (৮টি সেঞ্চুরি)
দলগতভাবে আটটি সেঞ্চুরি করলেও, এখনও আইপিএল জিততে পারেনি দিল্লি ক্যাপিটালসও। তবে এই দল বীরেন্দ্র শেবাগ, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, কেভিন পিটারসেনের মত তারকা ব্যাটসম্যানরা সম্মিলিতভাবে আটটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
৫) রাজস্থান রয়্যালস ( ৬টি সেঞ্চুরি)
আইপিএলের প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস শেন ওয়ার্ন এর নেতৃত্বে। তবে এরপরে খুব একটা প্লে-অফে পৌঁছাতে পারেনি এই দল। রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা এখনো পর্যন্ত ছটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
৬) মুম্বই ইন্ডিয়ান্স (৪টি সেঞ্চরি)
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দল। তবে ১২ বছরে মাত্র ৪টি সেঞ্চুরি এসেছে দলের ক্রিকেটারদের পক্ষ থেকে। চারজন যারা সেঞ্চুরি করেছেন তারা হলেন, সনৎ জয়সূর্য, সচিন তেন্ডুলকর, লেন্ডন সিমন্স ও রোহিত শর্মা।
৭)সানরাইজার্স হায়দরাবাদ (৩টি সেঞ্চুরি)
হায়দরাবাদের দল ২ বাই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। দলের তিনটি সেঞ্চুরির মধ্যে ডেভিড ওয়ার্নার ও একটি সেঞ্চুরি জনি বেয়ারস্টো করেছেন।
৮) কলকাতা নাইট রাইডার্স (১টি সেঞ্চুরি)
দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেঞ্চুরির বিচারে সব থেকে নীচে রয়েছে তারা। ১২ বছরে কেবল একটি সেঞ্চুরি করেছে কেকেআরের ব্যাটসম্যান। তাও আবার প্রথম মরসুমের প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাকালামের করা ১৫৮ রান।