- Home
- Sports
- Cricket
- IPL 2022: আইপিএল নিলামে বাংলার 'মন্ত্রীমশাই', ৪ বছর পর কোটিপতি লিগে ফিরতে প্রস্তুত মনোজ
IPL 2022: আইপিএল নিলামে বাংলার 'মন্ত্রীমশাই', ৪ বছর পর কোটিপতি লিগে ফিরতে প্রস্তুত মনোজ
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Former Indian Cricketer) এবং বর্তমানে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী (Bengal Sports Minister) মনোজ তিওয়ারি (Manoj Tiwary)ফের আইপিএলে (IPL 2022) কামব্যাক করতে প্রস্তুত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর মেগা নিলামের জন্য নির্বাচিত ৫৯০ জন খেলোয়াড়ের মধ্যেও তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। আইপিএলের মেগা (IPL Auction) মঞ্চে ফিরতে প্রস্তুত মনোজ তিওয়ারি।
- FB
- TW
- Linkdin
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে আয়োজন হতে চলেছে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় নিলামের আসর। প্রাথমিক তালিকা থেকে মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই তালিকায় রয়েছে মনোজ তিওয়ারিও।
আইপিএল নিলামে অংশ গ্রহণের জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ৪ বছর আইপিএল নিলামের মূল পর্বে ফিরলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
রাজনীতিতে আসলেও ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন মনোজ তিওয়ারি। সেই লক্ষ্যে নিজের ফিটনেস ট্রেনিং ও অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। চলতি মরসুমে ক্রিকেটে ফিরেছেন মনোজ তিওয়ারি।
ক্লাব ক্রিকেট খেলেছেন তিনি। মোহনবাগানের হয়ে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতায় দুরন্ত শতরান করে তার মধ্যে যে ক্রিকেট এখনও ফুরিয়ে যায়নি, তা প্রমাণ করেছেন মনোজ তিওয়ারি। বামলার রঞ্জি দলেও নির্বাচিত হয়েছেন মনোজ।
আইপিএলের মেগা নিলামের চুড়ান্ত তালিকায় বাংলা থেকে সুযোগ পেয়েছেন ১৪ জন ক্রিকেটার। সেখানেই নাম রয়েছে মনোজ তিওয়ারিরও। এছাড়াও রয়েছেন ঋদ্ধিমান সাহা, মুকেশ কুমার, ঈশান পোড়েলদের মতো ক্রিকেটাররা। মনোজের বেস প্রাইড ৫০ লক্ষ টাকা।
শেষবার ২০১৮ সালে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন মনোজ তিওয়ারি। এরপর থেকে আর তাঁকে দেখা যায়নি আইপিএলের মঞ্চে। এবার চূড়ান্ত নিলামে দল পাওয়ার অপেক্ষায় বাংলার মন্ত্রী তথা ক্রিকেটার মনোজ।
আইপিএলে মোট ৪টি দলের হয়ে খেলেছেন মনোজ তিওয়ারি। কিংস ইলেভেন পঞ্জান যা এখন পঞ্জাব কিংস নামে পরিচিত , তাছাড়াও মনোজ তিওয়ারি দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেছেন, যা এখন দিল্লি ক্যাপিটালস নামে পরিচিত। এছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস (বর্তমানে বিলুপ্ত দল) হয়েও খেলেছেন।
আইপিএলে ৯৮টি ম্যাচে রয়েছে ১৬৯৫ রান। যারমধ্যে রয়েছে ৭টি অর্ধশতরান। মনোজ তিওয়ারি তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১২টি ওয়ানডেতে ২৬.১ গড়ে ২৮৭ রান করেছেন। এছাড়াও তিনি 3টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যাতে তিনি ১৫ গড়ে ১৫ রান করেছেন।