হোলি উপলক্ষ্যে এমএস ধোনির উপহার, আইপিএলের আগে চমক দিলেন সিএসকে অধিনায়কের
- FB
- TW
- Linkdin
ক্রিকেটকে বিদায় জানানোর পর খুব একটা তারকাদের মত জীবন যাপন করেননি ধোনি। তা তার কোনও দিনও খুব একটা প্রিয় নয়। কখনও সেনার সঙ্গে ডিউটি করেছেন। কখনও পরিবারকে সময় দিয়েছেন। গোটা লকডাউনের সময়টা পরিবারের সঙ্গেই নিজের ফার্ম হাউসে কাটিয়েছেন মাহি। সেখানেই নিজেকে নানারকমভাবে ব্যস্ত রেখেছেন এমএসডি। চাষাবাদে মন দিয়েছিলেন ধোনি। ফার্ম হাউসে ফলিয়েছেন নানা ধরনের ফসলও।
রাঁচিতে ধোনির ফার্ম হাউস মোট ৪৩ একর জমির উপর তৈরি। যা তৈরি করতে ৩ বছরেরও বেশি সময় লেগেছিল বলে জানা যায়। রাঁচির রিং রোডের উপর অবস্থিত এই ফার্ম হাউস। ধোনির ফার্ম হাউসে মূলত দুটি জিনিসের উপর জোর দেওয়া হয়েছে। বড় উন্মক্ত মাঠ এবং ধোনি যা যা পছন্দ করেন তার সব কিছুই রয়েছে সেখানে। এছাড়াও ধোনির কৃষিকাজ খুব পছন্দ। তাই ধোনির ফার্ম হাউসে বিশাল জমরি উপর কৃষিকাজ হয়। যা ধোনি নিজেই দেখভাল করেন। সেখানে মূলত সব্জি ও ফলের চাষ হয়।
কখনও দীর্ঘ পরিসরে সবজি চাষ করেছেন মাহি, আবার কখনও স্ট্রবেরি উৎপাদন করে খবরের শিরোনামে থেকেছেন। তবে এখন আবার নতুন ফসল ফলিয়ে আলোচনায় মাহির ইজা ফার্ম হাউস। ধোনি নিজের ফার্ম হাউসে উন্নত প্রজাতির গম ও চাল উৎপাদনও করেছেন এমএস ধোনি। যা নিয়ে বাজারে খুব আলোচনাও হয়েছে। জৈব চাষের উপরও জোর দেন সিএসকে অধিনায়ক। এছাড়া উন্নত প্রজাতির গরু ও মুরগি চাষও করছেন ধোনি।
ধোনির এই ফার্ম হাউস দীর্ঘ দিন ধরে ঘুড়ে দেখার ইচ্ছে ছিল সকলের মধ্যে। অবশেষে দোল উপলক্ষ্যে সকলের জন্য সেই ব্যবস্থা করে দিলেন মাহি। ফার্মহাউসেই এবার যে কেউ প্রবেশ করতে পারবেন হোলি উপলক্ষ্যে। ১৯ মার্চ পর্যন্ত খোলা থাকবে ফার্ম হাউস। সেখানে গিয়ে যে কেউ জৈবজাত সবজিও কিনতে পারবেন। ২৫০ গ্রামের স্ট্রবেরি প্যাকেটের দাম রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। ধোনির ফার্মহাউসে স্ট্রবেরির সঙ্গেই পেঁপে, পিয়ারা তরমুজ, মটরশুঁটি, ক্যাপসিকাম, মাছ এবং গম চাষ করা হয়।
ধোনির বাগানবাড়ির দায়িত্বে থাকা রোশন কুমার জানিয়েছেন, ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত বাগানবাড়ি খোলা থাকবে। সেই সময় যে কেউ চাইলে আসতে পারেন। তাঁরা বাগানবাড়ি ঘুরে দেখে নিজের ইচ্ছামতো সবজি ও ফল কিনতে পারবেন। ধোনির বাগানবাড়িতে বিভিন্ন রকম সবজি ছাড়া স্ট্রবেরি, পেঁপে, পেয়ারা, তরমুজের ফলন হয়। এ ছাড়া মাছের চাষ হয়। দুগ্ধজাত দ্রব্যও তৈরি হয় সেই বাগানবাড়িতে।
রোশন জানিয়েছেন, চাষের প্রতি ধোনির যথেষ্ট আগ্রহ রয়েছে। সময় পেলেই সেখানে চলে যান তিনি। গিয়ে সময় কাটান। কী কী চাষ হচ্ছে তা নিজে খতিয়ে দেখেন। প্রয়োজনে হাত পর্যন্ত লাগান। ধোনিকে ট্রাক্টর চালাতে ছবি ও ভিডিও সামনে এসেছে। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী ধোনির নিজের বাড়িতে সবজি, ফল এই বাগানবাড়ি থেকেই সরবরাহ করা হয়।
ছাড়াও ধোনির ফার্ম হাউসে ইন্ডোর স্টেডিয়াম, নেট প্র্যাকটিসের জন্য আলাদা মাঠ, সুইমিং পুল, অত্যাধুনিক জিম সহ একাধিক ব্যবস্থা রয়েছে যা ধোনির কাজে লাগতে পারে। এছাড়াও রয়েছে সুবিশাল একটি বাগান। যেখানে ধোনি কখনও নিজের মেয়ে, কখনও আবার পোষ্যদের নিয়ে সময় কাটান। ধোনির ফার্ম হাউসের সামনে লনটিও বেশ বড় ও সুন্দর। তারও দেখভাল নিজেই করেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ফার্ম হাউসের বিলাস বহুল বাংলোও দেখার মত।
বর্তমানে ধোনি নিজে ফার্ম হাউসে নেই। আইপিএল ২০২২-এ খেলার জন্য চেন্নাই সপার কিংস দলে যোগ দিয়েছেন। অনুশীলন সারছেন। আগামি ২৬ মার্চ কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে সিএসকে। শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। তবে দোল উপলক্ষ্যে রাঁচি ও ঝাড়খণ্ডের সাধারণ জনগণকে নিজের ফার্ম হাউস ঘুড়ে দেখার যে উপহার দিলেন ধোনি, তাতে খুশি সকলেই।