করোনা আক্রান্ত হয়ে রয়েছেন আইসোলেশনে, ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন দীপক চাহার
চেন্নাই কিংসের ১৩ জন করোনা আক্রান্ত সদস্যের মধ্যে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার দীপক চাহারও। বর্তমানে আইসোলেশন রয়েছেন সিএসকে তারকা। আইসোলেশনে থেকেই চালিয়ে যাচ্ছেন নিজের ফিটনেস ট্রেনিং। খবু শীঘ্রই দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী চাহার।
- FB
- TW
- Linkdin
গত ২৮ তারিখ হঠাৎই বিনা মেঘে বজ্রপাত হয়েছিল চেন্নাই সুপার কিংস শিবিরে। করোনা ভাইরাসে আক্রান্তে হয়েছিলেন দলের ১৩ জন সদস্য। যেই খবর সামনে আসার পরই আলোড়ন পড়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। আক্রান্ত ১৩ জন সিএসকে সদস্যের মধ্যে ছিলেন ভারতীয় দলের ও সিএসকের তারকা পেসার দীপক চাহারও।
করোনা রিপোর্ট পজেটিভ আসার পর থেকেই সিএসকের ১৩ জন সদস্যকে আলাদা হোটেলে আইসোলেশনে রাখা হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। আইসোলেশনে রুমবন্দি অবস্থাতেই শারীরিক অনুশীলন শুরু করলেন দীপক চাহার।
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে দীপক চাহারের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও শেয়ার করা হয়। পুরোপুরি সুস্থ রয়েছেন যে চাহার তা ভিডিও দেখেই পরিষ্কার।
ভিডিওতে একাধিকভাবে ফিটনেস ট্রেনিং করতে দেখা যায় চাহারকে। ভিডিওর শুরুতে চাহার নিজেই বলেন ঘরবন্দি তো কি হয়েছে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিম কখনও বন্ধ হতে পারে না।
ঘরের দুটি বাকেট নিয়ে বিভিন্নন ধরনের ফিটনেস ট্রেনিং করেন চাহার। আপস অ্যান্ড ডাউন থেকে শুরু ওয়েট নিয়ে স্ট্রেচিং সবকিছুই সাবলীলবাবে করেন চাহার।
এছাড়াও গার্ডার পায়ে আটকেও ফিটনেস ট্রেনিং করেন চাহর। কোভিড আক্রান্ত হয়েও দীপক চাহার যেভাবে নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন, তা দেখে সিএসকে পেসারকে কুর্নিশ জানানোর পাশাপাশি দ্রুত সুস্থতাও কামনা করেছেন সকলে।
ভিডিওয়ের শেষে খুব তাড়াতাড়ি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলেও জানিয়ে জানিয়েছেন দীপক চাহার। সিএসকে তারকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।