সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অশোক দিন্দা, উস্কে দিলেন বিজেপি যোগের জল্পনাও
- FB
- TW
- Linkdin
২১ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়া। বাংলা দলের হয়ে নিজের সেরাটা উজার করে দিয়েছেন তিনি। খেলেছেন ভারতীয় দলেও। আইপিএলেও একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে নেমেছেন ২২ গজে। অবশেষে চিরতরে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন অশোক দিন্দা।
২০০৫ সালে বাংলার হয়ে রঞ্জিতে অভিষেক হয়েছিল দিন্দার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যই সুযোগ পেয়েছিলেন বলে বিদায় বেলায় স্পষ্ট জানিয়েছেন দিন্দা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৬টি ম্যাচ খেলে ৪২০টি উইকেট রয়েছে দিন্দার। মোট ৯৮টি ঘরোয়া একদিনের ম্যাচে ১৫১ উইকেট রয়েছে তাঁর।
২০০৯ সালে জাতীয় দলে ডাক পান। দেশের জার্সিতে ১৩টি ওয়ান ডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১২টি এবং টি-২০ তে ১৭টি উইকেট নিয়েছেন।
এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলছেন এই প্রাক্তন ডান হাতি পেসার।
তবে বাংলার হয়ে নিজের সেরাটা দেওয়ার পরও তিনি রাজনীতির শিকার হয়েছেন বলে গত মরসুমে অভিযোগ করেন দিন্দা। বাংলার কোচ অরুন লাল এবং বোলিং কোচ রনদেব বোসের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন।
তারপর বাংলার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিন্দা। গত সেপ্টেম্বরে জানিয়ে দিয়েছিলেন, আগামি মরসুমে তিনি গোয়ার হয়ে খেলবেন। গোয়ার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে খেলার পরও অবসর ঘোষণা করলেন দিন্দা।
অবসরের পর তিনি জানান, 'কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরেই বুঝতে পারি আর শরীর দিচ্ছে না। দলের সঙ্গে বৈমানি করতে পারব না। এটাই সরে যাওয়ার সেরা সময়। সকলকে ধন্যবাদ।'
আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে পেয়েছিলেন এমএস ধোনি। ধোনিরও ভূয়সী প্রশংসা করেন দিন্দা। ধোনির দরজা সকলের জন্য সবসময় খোলা থাকত বলে জানিয়েছেন দিন্দা।
তবে যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বাংলা ছেড়েছিলেন অশোক দিন্দা। সেই রণদেব বসুকেই বিদায় বেলায় ক্রিকেটে কেরিয়ারের সেরা সতীর্থ হিসেবে বেছে নিয়েছেন তিনি।
ক্রিকেট বিদায় জানানোর পর সিএবির ক্রিকেট ট্যালেন্ট কমিটিতে যোগ দিচ্ছেন দিন্দা। আর উল্লেখজনকভাবে রাজনীতিতে যোগ দানের জল্পনাও একেবারের উড়িয়ে দেননি। তিনি জানান,'অনেক কিছুই করার আছে এখনও। পাকাপাকি সিদ্ধান্ত নিইনি। শুভেন্দু অধিকারী আমার জেলার লোক,আগেও দেখা হয়েছে নানা অনুষ্ঠানে। ডাকলে এখনও যাব।' তবে তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন দিন্দা। বিদায় বেলায় উস্কে দিয়েছেন সেই জল্পনাও।