ফের সুপার হট অবতারে ধরা দিলেন হার্দিক পত্নী নতাসা, ছবি দেখে ঘাম ছুটছে নেটিজেনদের
- FB
- TW
- Linkdin
সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় হার্দিক পান্ডিয়ার স্ত্রী নতাসা স্তানোকোভিচ।
ঘন ঘন নিজের হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সার্বিয়ান অভিনেত্রী ও মডেল।
সোশ্য়াল মিডিয়ায় নতাসা স্তানোকোভিচের ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোয়া।
নতাসার একটি একটি ছবি শেয়ার করার পর তা খুবই পছন্দ করেন সকলে। মুহুর্তে ভাইরাল হয় সব ছবি।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন নতাসা। যেখানে তাকে খুব স্টাইলিস্ট ও হট দেখায়।
ভিডিওতে নতাসার রূপ ও হটবেস সকলকেই মুগ্ধ করে। সেই ছবিতে কমেন্ট করেন হার্দিক পান্ডিয়াও।
এছাড়াও কখনও সুইমিং পুলে বিকিনি পড়েও নিজের একাধিক হট ছবি শেয়ার করেছেন নতাসা।
সুইমিং পুলে স্বপরিবারের বিন্দাস সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন নতাসা। যেখানে হার্দিক ও অগস্ত্যও সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন নতাসা।
বর্তমানে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সঙ্গে স্ত্রী ও ছেলেকেও নিয়ে গিয়েছেন।
প্লেনে ওঠার সময়ও নিজের স্টাইলিস্ট লুকের ছবি শেয়ার করেছেন নতাসা। যেই ছবি সকলেই খুব পছন্দ করেছেন।
প্লেনের ভিতরে হার্দিক পান্ডিয়া ওক্রুণাল পান্ডিয়ার পরিবার একসঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
ফলে বলিউড বা মডেলিং থেকে দূরে থাকলেও, সোশ্য়াল মিডিয়ায় নিজের রূপে ঝড় অব্যাহত রেখেছেন নতাসা।