- Home
- Sports
- Cricket
- চোট সমস্যার কারণে দলে আমূল পরিবর্তন, দেখে নিন দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
চোট সমস্যার কারণে দলে আমূল পরিবর্তন, দেখে নিন দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজের (T20 Series) প্রথম ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket team)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে এই ম্য়াচ। কিন্তু সিরিজ শুরুর আগে চোট সমস্যায় জেরবার টিম ইন্ডিয়া। চোটের কারণে ছিটকে গিয়েছেন কেএল রাহুল ও কুলদীপ যাদব। আগেই বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে কেমন হতে চলেছে ভারতীয় দলের প্রথম একাদশ তা নিয়ে রয়েছেন জল্পনা। এক ঝলকে দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ (Probable Playing XI of team India)।
| Published : Jun 08 2022, 10:07 PM IST
- FB
- TW
- Linkdin
রুতুরাজ গায়কোয়াড়-
কেএল রাহুল চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় সেই জায়গায় ওপোনে সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। এর আগে যেকটি সুযোগ পেয়েছেন নিজেকে খুব একটা প্রামণ করতে পারেননি। এবার সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া রুতুরাজ।
ইশান কিশান-
কেএল রাহুলের সঙ্গে ওপেনিং থাকবেন তরুণ তারকা ব্য়াটসম্য়ান ইশান কিশান। আইপিএল খুব একটা ভালো যায়নি ইশানের। ফলে টি২০ বিশ্বকাপের আগে এই সিরিজ বড় পরীক্ষা তার কাছে। ব্য়াট হাতে আরও একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন ইশান কিশান।
শ্রেয়স আইয়র-
আইপিএলের আগে ভারতীয় দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন শ্রেয়স আইয়র। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন একাধিক অনবদ্য ইনিংস। কিন্তু আইপিএল খুব একটা ভালো যায়নি। তাই টি২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান করতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়র।
ঋষভ পন্থ-
ভারতীয় দলের চার নম্বরে খেলবেন দলের উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান ও সহ অধিনায়ক ঋষভ পন্থ। আইপিএল খুব একটা ভালো না গেলেও দেশের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী পন্থ। উইকেটের পিছনেও ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি।
দীনেশ কার্তিক-
আইপিএল ২০২২-এ ব্য়াট হাতে আরসিবির হয়ে অনবদ্য ফর্মে ছিলেন দীনেশ কার্তিক। একাধিক ম্য়াচে দুরন্ত ম্য়াচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। যার সুবাদেই পেয়েছেন ভারতীয় দলে সুযোগ। দেশের জার্সিতে টি২০ বিশ্বকাপের আগে ফের একবার নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন ডিকে।
হার্দিক পান্ডিয়া-
গত বছর টি২০ বিশ্বকাপের পর এই প্রথম ভারতীয় দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া। চোট মুক্ত হয়ে আইপিএলে ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। অধিনায়ক হিসেবে গুজরাট টাইটানসকে প্রথম মরসুমেই এনে দিয়েছেন ট্রফি। এবার সেই ফর্ম দেশের জার্সিতে ধরে রাখাই লক্ষ্য হার্দিকের।
অক্ষর প্য়াটেল-
কুলদীপ যাদব চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তার খেলার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এবার বাঁ হাতি স্পিনার ও অলরাউন্ডার অক্ষর প্য়াটেল প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। ব্য়াটে-বলে নিজের কার্যকারিতা প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন তিনিও।
যুজবেন্দ্র চাহল-
আইপিএল ২০২২-এ স্বপ্নের ফর্মে ছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য চাহলের।ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।
ভুবনেশ্বর কুমার-
ভারতীয় দলে পেসা অ্যাটাকে প্রধান ও অভিজ্ঞ পেসার হিসেবে থাকতে চলেছে ভুবনেশ্বর কুমার। নতুন বলে সুইং করানোর দক্ষতা ও ডেথ ওভারে ভুবির বোলিং বড় শক্তি ভারতীয় দলের কাছে। নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
হার্শল প্য়াটেল-
ভারতীয় ক্রিকেট দলে যে সীমিত সুযোগ পেয়েছেন হার্শল প্য়াটেল তাতে নিজেকে প্রমাণ করেছেন। আইপিএলেও ভালো বোলিং করেছেন তিনি। ডেথ ওভারে হার্শলের স্লোয়ার বোলিং সমস্য়ায় ফেলেছে বড় বড় ব্যাটসম্য়ানদের। সেই কাজই দেশের জার্সিতে করে দেখাতে মুখিয়ে রয়েছেন।
উমরান মালিক-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে অভিষেক হতে পারে কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিকের। আইপিএলে তার আগুনে বোলিং প্রশংসা কুড়িয়েছে সকলের। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। ফের একবার আগুন ঝরাতে প্রস্তুত তিনি।