- Home
- Sports
- Cricket
- IND Vs SA: রাহানে-শ্রেয়স-হনুমার মধ্যে কে বাদ, দেখে নিন প্রথম টেস্টের ভারতের সম্ভাব্য একাদশ
IND Vs SA: রাহানে-শ্রেয়স-হনুমার মধ্যে কে বাদ, দেখে নিন প্রথম টেস্টের ভারতের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
কেএল রাহুল-
ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্য়ান কেএল রাহুল। ওপেনিংয়ের গুরু দায়িত্বও থাকতে চলেছে তার কাঁধে। ইংল্যান্ড সফরে ব্য়াট হাতে দারুণ ছন্দে ছিলেন কেএল রাহুল। প্রোটিয়াভূমেও সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য তার।
মায়াঙ্ক আগরওয়াল-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দীর্ঘদিন পর দলে ফেরে দুরন্ত পারফর্ম করেছেন মায়াঙ্কআগরওয়াল। দুরন্ত শতরানের ইনিংসও খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মা ও শুবমান গিল না থাকায় প্রথম একাদশে মায়াঙ্কের সুযোগ পাওয়া পাকা। এবার বিদেশের মাটিতে রান করাই লক্ষ্য মায়াঙ্কের।
চেতেশ্বর পুজারা-
দীর্ঘ দিন ধরে ব্যাটে বড় রান নেই ভারতীয় টেস্ট দলের তিন নম্বর চেতেশ্বর পুজারার ব্য়াটে। তার ফর্ম ও দলে জায়গা পাওয়া নিয়েও উঠছিল প্রশ্ন। তবে দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সি উইকেটে পুজারার অভিজ্ঞতা,টেকনিককে বাদ দেওয়া সত্যিই খুবই কঠিন। নিজেকে প্রমাণ করতে মরিয়া পুজারা।
বিরাট কোহলি-
ভারতীয় সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব আর নেই বিরাট কোহলি। যা নিয়ে জল ঘোলাও কম হয়নি। শুধু মাত্র টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রোটিয়াভূমে নামবে বিরাট। ব্য়াটেও সেঞ্চুরি নেই ২ বছর ধরে। সব দিক থেকে নিজেকে প্রমাণ করার লড়াই বিরাট কোহলির সামনে।
অজিঙ্কে রাহানে/শ্রেয়স আইয়র/হনুমা বিহারী-
ভারতীয় ব্যাটিং লাইনআপের পাঁচ নম্বর জায়গায় কে খেলবেন তা নিয়ে চলছে জল্পনা। দীর্ঘ দিন ধরে এই স্থানে খেলছেন রাহানে। কিন্তু বর্তমানে ফর্মের বাইরে। হারিয়েছেন সহ অধিনায়কত্বের দায়িত্বও। নিউজিল্যান্ড সিরিজে শ্রেয়স আইয়র সুযোগ পেয়েই অভিষেক টেস্টে সেঞ্চুরি গড়ে নজির গড়েছেন। ফলে শ্রেয়সও সুযোগ পেতেপারেন। অপরদিকে ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় অনবদ্য ফর্মে ছিলেন হনুমা বিহারী।ফলে সম্ভাবনা রয়েছে হনুমারও।
ঋষভ পন্থ-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বিশ্রামে ছিলেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরছেন তিনি। উইকেটের পেছনে দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে ঋষভ পন্থকে।
রবিচন্দ্রন অশ্বিন-
ইংল্যান্ড সিরিজে প্রথম এগারোতে অশ্বিন সুযোগ না পাওয়ায় অনেক প্রশ্ন উঠেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অনবদ্য বোলিং করেছিলেন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের একমাত্র স্পিনার হিসেবে অশ্বিনের খেলা পাকা। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট সফল প্রফেসর 'অ্যাশ'।
শার্দুল ঠাকুর-
সেঞ্চুরিয়নের পেস ও বাউন্সি উইকেটে ৪ পেসার নিয়ে ভারতের খেলাটা নিশ্চিৎ। সেই জায়াগায় আট নম্বর স্থানে খেলতে পারেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ড সফরে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন শার্দুল। দক্ষিণ আফ্রিকাতেও ভালো পারফরমেন্সের বিষয়ে আত্মবিশ্বাসী শার্দুল।
মহম্মদ সিরাজ-
ভারতীয় টেস্ট দলে যখনই সুযোগ পেয়েছেন মহম্মজ সিরাজ নিজেকে প্রমাণ করেছেন। ইশান্তের অফ ফর্মে থাকার কারণে প্রথম একাদশে সিরাজের খেলার সম্ভাবনা প্রবল। বিদেশের মাটিতে নিজেকে আরও একবার প্রমাণ করার অপেক্ষায় মুখিয়ে রয়েছে তরুণ ডান হাতি পেসার।
মহম্মদ শামি-
ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম প্রধান অস্ত্র মহম্মদ শামি। টি২০ বিশ্বকাপের পর বিশ্রামে ছিলেন শামি। দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ফের ফিরতে চলেছেন দলে। সেঞ্চুরিয়নের উইকেটে শামি ফর্মে থাকলে বিপক্ষের সমস্যায় পড়তেই হবে।
জসপ্রীত বুমরা-
বিদেশের উইকেটে ভারতীয় পেস অ্যাটাকের সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে ছিলেন বুমবুমও। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের ইতিহাস তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে প্রস্তুত বুমরা।