দলে একাধিক নতুন তারকা, বাদ অনেকেই, দেখে নিন একদিনের সিরিজে ঘোষিত ভারতীয় দল
২-২ সমতায় রয়েছে টি২০ সিরিজ। শনিবার শেষ ম্য়াচে হবে সিরিজের ভাগ্য নির্ধারন। ইতিমধ্যে টি২০ সিরিজের ফাইনাল ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছে পারদ। এরই মধ্যে ইংল্য়ান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। একদিনের দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন তারকা। টেস্ট সিরিজে দুরন্ত পারফর্ম করেও একদিনের দলে প্রত্যাবর্তন হল না রবিচন্দ্রন অশ্বিনের। বিশ্রাম দেওয়া হেয়ছে জসপ্রীত বুমরাকেও। সুযোগ পাননি ইশান কিষাণও। চলুন দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ জনের ভারতীয় দলে কারা পেল সুযোগ, আর কারা পড়ল বাদ।
- FB
- TW
- Linkdin
বিরাট কোহলি (অধিনায়ক)
রোহিত শর্মা (সহ-অধিনায়ক)
শিখর ধাওয়ান (ব্যাটসম্যান)
শুভমন গিল (ব্যাটসম্যান)
শ্রেয়স আইয়ার (ব্যাটসম্যান)
সূর্যকুমার যাদব (ব্যাটসম্যান)
হার্দিক পাণ্ডিয়া (অলরাউন্ডার)
ঋষভ পন্থ (উইকেট কিপার)
কেএল রাহুল ((ব্যাটসম্যান, উইকেট কিপার)
যুজবেন্দ্র চাহাল (স্পিনার)
কুলদীপ যাদব (স্পিনার)
ক্রুনাল পাণ্ডিয়া (স্পিনার)
ওয়াশিংটন সুন্দর (স্পিনার)
টি নটরাজন (পেস বোলার)
ভুবনেশ্বর কুমার (পেস বোলার)
মহম্মদ সিরাজ (পেস বোলার)
প্রসিদ্ধ কৃষ্ণা (পেস বোলার)
শার্দূল ঠাকুর (পেস বোলার)
অর্থাৎ দলে তিন জন নতুন প্লেয়ার সুযোগ পেয়েছেন তারা হলেন সূ্র্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা ও ক্রুণাল পান্ডিয়া।
২৩ মার্চ থেকে পুণেতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই আয়োজিত হবে পুণেতে। ২৩ তারিখের পর ২৬ এবং ২৮ মার্চ বাকি দু’টি ওয়ানডে খেলা হবে।