কোহলি-রোহিতেদর দ্রুত করোনা টিকা দিতে তৎপর বিসিসিআই, কেন্দ্রের কাছে আবেদন বোর্ডের
আগের তুলনায় এখন অনেকটা নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি। শুরু হয়েছে টিকাকরন প্রক্রিয়াও। প্রথম দফায় করোনা টিকা দেওয়া হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। এবার দেশের ক্রিকেটারদের দ্রুত করোনা টিকা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
| Published : Feb 02 2021, 12:12 PM IST
কোহলি-রোহিতেদর দ্রুত করোনা টিকা দিতে তৎপর বিসিসিআই, কেন্দ্রের কাছে আবেদন বোর্ডের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
প্রায় একবছর পর ভারত-ইংল্য়ান্ড সিরিজ দিয়ে দেশের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা মহামারীর পর প্রায় এক বছর ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক ম্যাচ।
27
এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় বাইরে নয়, এবার দেশের মাটিতেই আইপিএল আয়োজনের জন্য কাজও শুরু করে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই।
37
দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া। প্রথম দফায় দেশের করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হচ্ছে। তবে এবার ক্রিকেটারদের টিকা দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে বিসিসিআই।
47
যেহেতু দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে গিয়েছে। ৫ তারিখ ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটও। তাই ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।
57
তাই বিসিসিআই যত দ্রুত সম্ভব দেশের ক্রিকেটারদের করোনা টিকা দিতে চাইছে। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
67
ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গে ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিংহ ধুমল জানিয়েছেন,'সরকারের নির্দেশ অনুযায়ী কোভিডের বিরুদ্ধে সামনে থেকে লড়া কর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু সরকারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি আমরা। ক্রিকেটারদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায় তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে।'
77
প্রতি সিরিজের আগে কঠিন কোয়ারেন্টাইন পর্ব কাটানো, একাধিকবার করোনা পরীক্ষা করানো এই কষ্ট ক্রিকেটারদের দ্রুত লাঘব করার জন্য টিকার জন্য দ্রুত উঠেপড়ে লেগেছে বিসিসিআই।