- Home
- Sports
- Cricket
- কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছবে টিম ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত
কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছবে টিম ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছিল। কিন্তু সিরিজে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয়ের পর সেই স্বপ্ন আরও একবার উজ্জ্বল হয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চার টেস্টের সিরিজ শুরুর আগে ফাইনালে উঠতে ভারতের অংক ছিল ২-০, ২-১, ৩-০, ৩-১ অথবা ৪-০ সিরিজ জিততে হবে কোহলিদের৷
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারায় ফের ধাক্কা খায় টিম ইন্ডিয়া। পরের দুটি ম্যাচ দুরন্তভাবে জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসে বিরাট কোহলির দল।
ভারত তৃতীয় টেস্টে জেতার পর ৭১ পার্সেন্টেজ পয়েন্টে প্রথম স্থানে রয়েছে৷ নিউজিল্যান্ড ৭০.০ % পয়েন্ট রয়েছে৷ অস্ট্রেলিয়া ৬৯.২% পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে, আর ইংল্যান্ড ৬৪.১ % চতুর্থ স্থানে রয়েছে৷
বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।যার ফলে শেষ ম্য়াচ ড্র করলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছে যাবে ভারতীয় দল।
শেষ ম্যাচ জিতে সিরিজের ফল যদি ৩-১ হয়, তাহলেও ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে বিরাট কোহলির দলের। সেক্ষেত্রে ১৮ জুন ফাইনালে ভারতের সামনে থাকবে নিউজিল্যান্ড৷
কোভিড-১৯ কারণে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফর বাতিল কারায় প্রথম দল হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড৷ শেষ ম্যাচ যদি ইংল্যান্ড জিতে যায় সেক্ষেত্রে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ব্যাগি গ্রিণরা।
তবে দক্ষিণ আফ্রিকা চাইলে শেষ ম্য়াচ হেরেও বিশ্ব টেস্ট চ্য়ানম্পিয়নশিপের ফাইনালে পৌছে যাবে ভারতীয় দল। করোনা -র কারণে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে যেতে কিছুদিন আগে না করে দিয়েছিল৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসিতে অভিযোগ দায়ের করেছে৷
আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা৷ তারা জানিয়েছিল অস্ট্রেলিয়া সফর হঠাৎ বাতিল করার জন্য যেন জরিমানা দেয়৷ আর এরই সঙ্গে তারা দাবি করে যেন এই কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হয়, যেন তাদের পয়েন্ট কেটে নেওয়া হয়৷
যদি আইসিসি এই অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ার পয়েন্ট কেটে নেওয়া হয় তাহলে ভারত চতুর্থ টেস্টে হারলেও চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসম্ভব হয়ে যাবে৷ ক্রিকেট অস্ট্রেলিয়া এবার দ্বিপাক্ষিক সমঝোতার রাস্তায় হেঁটে এই বিবাদের নিষ্পত্তিও করে নিতে পারে৷ এরজন্য আইসিসি-র সমঝোতাকারী কমিটির কাছে তাদের আবেদন করতে হবে৷
যদিও এসব নিয়ে ভাবতে নারাজ ভারতীয় দল। মোতেয়ার চতুর্থ টেস্ট জিতে, কোনও অঙ্কে না গিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যাওয়ার বিষয়ে আত্মবশ্বাসী টিম ইন্ডিয়া।