- Home
- Sports
- Cricket
- ৩১৭ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারত, সিরিজে ১-১ সমতা ফেরাল বিরাট ব্রিগেড
৩১৭ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারত, সিরিজে ১-১ সমতা ফেরাল বিরাট ব্রিগেড
- FB
- TW
- Linkdin
একেই বলে মোক্ষম জবাব। প্রথম টেস্টে চেন্নাইতে হারের পর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় দলকে। অনেকটা অস্ট্রেলিয়া সফরের মতই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট দুরন্ত প্রত্যাবর্তন করল টিম ইন্ডিয়া।
চিপকে দ্বিতীয় টেস্টে পুরো ম্যাচে একাধিপত্ব বজায় রেখে ৩১৭ রানের বিশাল ব্যাবধানে ম্যাচ জিতল বিরাট কোহলির দল। ভারতের ৪৮২ রানের টার্গেটের জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৬৪ রানে।
ব্যাটে-বলে দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরিও করেন অশ্বিন।
চেন্নাইতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট কোহলি। স্পিন সহায়ক উইকেট রোহিত শর্মার ১৬১ রানের অনবদ্য ইনিংস ও রাহানে ও পন্থের অর্ধশতরানের সৌজন্যে ৩২৯ রান করে ভারতীয় দল।
রান তাড়া করতে নেমে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৫ উইকেট নিয়ে একাই ইংল্যান্ডের ইনিংসকে তাসের ঘরের মতো ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে উইকেট পান অক্সর প্যাটেল ও ইশান্ত শর্মা। একটি উইকেট পান মহম্মদ সিরাজ।
প্রথম ইনিংসে ১৯৫ রানের বিশাল লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে চিপকের ঘূর্ণি পিচে রোহিত, পুজারা, রাহানে পন্থরা রান না পেলেও, অনবদ্য ব্যাটিং করেন রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি।
ভারত অধিনায়ক অর্ধশতরান করলেও, সমালোচকদের জবাব দিয়ে স্পিন পিচে দুরন্ত সেঞ্চুরি করেন অশ্বিন। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৬ রানে। প্রথম ইনিংসের ১৯৫ রানের লিডের সৌজন্যে ৪৮২ রানের বিশাল টার্গেট ইংল্যান্ডকে দেয় বিরাট ব্রিগেড।
৪৮২ রানের টার্গেট যে চিপকের পিচে তাড়া করা অসম্ভব তা এক প্রকার নিশ্চিত ছিল। আদতে হলও তাই। ভারতীয় স্পিনারদের দাপটে একের পর এক উইকেট হারেয়ি চাপে বাড়ে ইংল্যান্ডের উপর। তৃতীয় দিনে ইংল্যান্ডের ৫৩ রানে ৩ উইকেটে খেলা শেষ হয়।
চতুর্থ দিনের শুরু থেকেই অক্সর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি ধস নামায় ব্রিটিশ ব্যাটিং লাইনআপে। জো রুট কিছুটা লড়াই করার চেষ্টা করলেও, ৩৩ রান করে আউট হন তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৪ রানে।
৩১৭ রানে ম্যাচ জিতে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করল ভারতীয় দল। এই ম্যাচ জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরাল ভারতীয় দল।