আজই কি বিয়ে বুমরা-সঞ্জনার, জেনে নিন গোয়ায় বিয়ের অনুষ্ঠানে থাকছে কী বিশেষত্ব
- FB
- TW
- Linkdin
ভারতীয় ক্রিকেটে ফের বাজল বিয়ের সানাই। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী আজ গোয়া সাত পাকে বাধা পড়তে চলেছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা ও ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশন।
গত কয়েকদিন ধরেই তাঁর বিয়ের খবর হাওয়ায় ভাসছিল। কিন্তু বুমরাহ বা তাঁর হবু স্ত্রী মুখ না খোলায় সেই খবর জল্পনা বলে ভেসে বেড়াচ্ছিল। তবে গত কয়েকদিনের জল্পনা শেষমেশ খবরে পরিণত হল।
বুমরা সঙ্গে সঞ্জনার সম্পর্কের কথা নাকি ভারতীয় দলের সদস্যরাও টের পাননি। দুজনে ব্যক্তিগত জীবন এতটাই গোপন করে রেখেছিলেন।দুজনের পরিবারের ঘনিষ্ঠরা বিয়ের ব্যাপারে মুখ খুললেও বুমরা বা সঞ্জনা এই নিয়ে একটি কথাও কখনও বলেননি।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিয়ের আসরে বসতে চলেছে জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। গোয়ার একটি বিলাস বহুল হোটেলে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের।
করোনা মহামারীর আবহে পরিবার একেবারে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারতে চলেছেন বুমরাহ। তেমন কোনও জাঁকজমক থাকছে না বিয়ের আয়োজনে।
তারকা ক্রিকেটারের বিয়েতে মোট আমন্ত্রিতের সংখ্যা জানলেও চমকে যাবেন সকলে। দুই পক্ষ মিলিয়ে মোট ২০ থেকে ২৫ জনকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিতদের কেউ বিয়ের আসরে ফোন নিয়েও আসতে পারবেন না বলেও জানা গিয়েছে। আসলে বুমরা ও সঞ্জনা চেয়েছেন, বিয়ের কোনও ছবি যাতে তাঁদের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে রবিবার নাকি বিয়ের সব আচার অনুষ্ঠান ছাড়াও সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। সেখানেও ছিলেন দুই পরিবারের গুটি কয়েক সদস্য। সেখানেও কারও কাছে মুঠো ফোন ছিল না।