- Home
- Sports
- Cricket
- আজ ভারত বনাম ইংল্য়ান্ড প্রথম একদিনের ম্যাচ, জেনে নিন বিরাট ব্রিগেডের সম্ভাব্য একাদশ
আজ ভারত বনাম ইংল্য়ান্ড প্রথম একদিনের ম্যাচ, জেনে নিন বিরাট ব্রিগেডের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রোতিহ শর্মা-
সাদা বলের ক্রিকেট রোহিত শর্মার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও সংশয় নেই। শেষ টি২০ ম্যাচেও অনবদ্য ব্যাটিং করেছেন হিটম্যান। একদিনের সিরিজে তিনিই যে ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন সে কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
শিখর ধওয়ান-
টি২০ সিরিজে প্রথম ম্যাচে সুযোহ পেলেও ব্য়াট হাতে রান আসেনি। তারপর আর বাকি চার ম্যাচে সুযোগ পাাননি শিখর ধওয়ান। কিন্তু বিগত কয়েক বছরে একদিনের ক্রিকেটে ধওয়ান ও রোহিত জুটি খুবই সফল। তাই গব্বরের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। শিখরের খেলার কথা জানিয়ে দিয়েছেন বিরাটও।
বিরাট কোহলি-
ফের নিজের চেনা ছন্দে ফিরেছেন বিরাট। তার ব্যাট কথা বলতে শুরু করেছে আগের মতই। টি২০ সিরিজের শেষ ম্যাচে করেছেন ৮০ রান। করেছিলেন ওপেন। একদিনের সিরিজে নিজের পুরোনো জায়গাতেই ফিরতে চলেছে বিরাট।
শ্রেয়স আইয়র-
টি২০ সিরিজেও দুরন্ত ছন্দে ছিলেন শ্রেয়স আইয়র। ভারতীয় দলের মিডিল অর্ডারের অন্যতম ভরসা তিনি। একদিনের সিরিজেও তার জায়গা পাকা বলেই মনে করে হচ্ছে।
হার্দিক পান্ডিয়া-
টি২০ সিরিজে শেষ ম্যাতে নিজের বিধ্বংসী মেজাজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। বল হাতে গোটা সিরিজেই অনবদ্য পারফরমেন্স করেছে তিনি। একদিনের সিরিজে তার জায়গা যে পাকা সে বিষয়ে সন্দেহ নেই কারও।
শার্দুল ঠাকুর-
টি২০ সিরিজে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন শার্দুল ঠাকুর। শেষ দুটি ম্যাচে প্রয়োজনের সময় তিনিই উইকেট নিয়ে ভারতকে ম্য়াচে ফিরিয়েছিল। ব্য়াট হাতেও যথেষ্ট সক্ষম শার্দুল।
ভুবনেশ্বর কুমার-
দীর্ঘ দিন পর চোট সারিয়ে ফেরার পর থেকে গোটা টি২০ সিরিজে অনবদ্য বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। তার হাতে দেখা গিয়েছে পুরোনো সুইংয়ের ঝলক। ফলে আজ তার জায়গা পাকা।