অশ্বিনের কাছে 'আদরের আবদার' স্ত্রী প্রীতির, কী চাইলেন তারকা ক্রিকেটারের ঘরণী
- FB
- TW
- Linkdin
ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে ৩২ উইকেট নিয়ে ও ব্যাটেও উল্লেখযোগ্য পারফরমেন্স করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
সিরিজে অনবদ্য সাফল্যের জন্য রবিচন্দ্রন অশ্বিনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটারের স্ত্রী প্রীতি নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তিনি
অস্ট্রেলিয়া সফরে অনবদ্য পারফরমেন্স করেছিলেন অশ্বিন। পিঠে ব্যাথা নিয়ে সিডনিতে যে লড়াই করে টেস্ট বাঁচিয়েছিলেন অশ্বিন। সেই সময়ও স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন তার ঘরণী।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও অশ্বিনের ব্যাট-বলে এই স্বপ্নের ফর্ম দেখে গর্বিত প্রীতি নারায়ণ। যদিও এবার স্বামীর কাছে এক আবদার করেছেন অশ্বিনের স্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় স্বামীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবদার করে প্রীতি লিখেছেন এবার অস্বিনের ঘরে ফেরার, পরিবারের কাছে ফেরার সময় হয়েছে।
টুইটারে প্রীতি লিখেছেন, ‘অনেক হয়েছে। এ বার জৈব বলয় ভেঙে ঘরে ফিরে এসো।’ সঙ্গে স্বামীর প্রতি ভালোবাসা থেকে একটি হার্ট সাইনের ইমোজিও শেয়ার করেছেন প্রীতি।
গত বছর আইপিএল থেকে জৈব বলয়ে থাকতে শুরু করেন অশ্বিন। এরপর অস্ট্রেলিয়া সফর শেষ করে এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও নিয়ম অনুসারে বলয়ের মধ্যেই থাকতে হয়েছিল।
অশ্বিন নিজেও চতুর্থ টেস্ট শেষের পর এবং একাধিক সময় বলেছেন বায়ো বাবলে থাকা কতটা চ্যালেঞ্জার। দীর্ঘ সময় ধরে বাবলে থাকা খুবই কষ্টের। অশ্বিনের কথা থেকেই প্রমাণিত পরিবারকে মিস করছেন তিনিও।
সামনেই আরও একটি আইপিএল। তারপর টানা খেলা রয়েছে ভারতীয় দলের। তার আগে হাতে কিছুটা সময় রয়েছে। তাই সেই সময় স্বামী ও গোটা পরিবাকে নিয়ে কাটাতে চান প্রীতি।
সেই কারণেই প্রীতির অই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা। যা মনে ধরেছে নেটিজেনদের। একে সঙ্গে অশ্বিন ও প্রীতির সম্পর্কের গভীরতাও প্রমাণ করে।