স্ত্রী রীতিকার জীবনে এল নতুন কেউ, এমন দিনও দেখতে হল রোহিত শর্মাকে
- FB
- TW
- Linkdin
ইংল্যান্ডে ভারতীয় দলের অন্যান্য তারকাদের মতই স্বপরিবারে ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা।
একটি বিনোদন পার্কে স্বপরিবারে ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছে রোহিত-রীতিকা ও সামাইরা।
যেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় খুবই পছন্দ করেছে রোহিত শর্মার ও রীতিকা সাজদের ফ্যান-ফলোয়ার্সরা।
কিন্তু সম্প্রতি রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদের একটি ইনস্টা স্টোরি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সেই স্টোরিতে রীতিকা সাজদে লেখেন, সরি রোহিত, তোমার থেকে মিষ্টি কাওকে পেয়ে গেছি আমি।
রীতিকা সাজদের পোস্ট সকলেই খুব পছন্দ করেন ও নেটিজেনদের কাছে বিষয়টি বেশ মজার হয়ে যায়।
স্ত্রীর দাবি মেনেও নিয়েছেন রোহিত শর্মা। পাল্টা কমেন্টে তিনি ওই কালো কুকুর ছানাকে লেখেন, ‘কঠিন প্রতিপক্ষ’।
এরপর রোহিতও নিজের স্টোরি হিসেবে ওই স্ত্রী-র দেওয়া ভিডিওটি শেয়ার করেন৷ সঙ্গে রীতিকার সঙ্গে একটি দারুণ ছবিও নিজের প্রোফাইলে শেয়ার করেন৷
রোহিত শর্মা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি শেয়ার করে থাকেন। এবং এমন খুনসুটি তাদের মধ্যে দেখা যায়।
দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালের ১৩ ডিসেম্বর রীতিকা সাজদেকে বিয়ে করেছিলেন রোহিত শর্মা। ২০১৮ সালে তাদের কন্যা সন্তান হয়।
বর্তমানে কন্যা সামাইরাকে নিয়ে তাদের সুখী দাম্পত্য জীবন। তবে রীতিকার এই মজার পোস্ট সকলেরই খুব পছন্দ হয়েছে।