৭৫ লক্ষ টাকা ক্ষতি করে লোনাভালার বাংলো বিক্রি করলেন রোহিত শর্মা, কিন্তু কারণটা কী
- FB
- TW
- Linkdin
২০১৬ সালের জানুয়ারিতে লোনাভালাতে ৬ কোটি টাকা দিয়ে বাংলোটি কিনেছিলেন রোহিত শর্মা।
শহরের কোলাহল থেকে প্রকতির কোলে কিছুটা পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতেই বাংলোটি কিনেছিলেন রোহিত।
বাংলোটি ৬৩২৯ স্কোয়ার ফিট জায়গার উপর তৈরি। পাহাড়ের গায়ে বাংলোটি খুবই সুন্দর। যা দেখে চোখ ফেরানো যায় না।
কিন্তু সেটা আবার এই বছর মে মাসে সেই বাংলো আবার বিক্রি করে দিলেন ভারতীয় ক্রিকেট তারকা।
৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে বাড়িটি কিনেছেন মুম্বইয়েরই বাসিন্দা সুষমা অশোক সারাফ নামে এক ব্যক্তি।
৭৫ লক্ষ টাকা ক্ষতি হওয়া সত্ত্বেও বাংলোটি রোহিত কেন বেচে দিলেন, সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বর্তমানে যেখানে জমি বাড়ির দাম সবসময় বাড়ছে সেখানে কি এমন সমস্যা ছিল যে বাংলোটি রোহিত বিক্রি করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
তবে এই নিয়ে কোনও কারণ এখনও জানা যায়নি। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন রোহিত ও তার পরিবার। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।