- Home
- Sports
- Cricket
- শুরু ভারতের 'মিশন ইংল্যান্ড', কোয়ারেন্টাইন শেষে দেখুন টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলনের ছবি
শুরু ভারতের 'মিশন ইংল্যান্ড', কোয়ারেন্টাইন শেষে দেখুন টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলনের ছবি
| Published : Feb 01 2021, 09:34 PM IST
শুরু ভারতের 'মিশন ইংল্যান্ড', কোয়ারেন্টাইন শেষে দেখুন টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলনের ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
অস্ট্রেলিয়া সিরিজের ঐতিহাসিক জয় এখন অতীত। এবার ঘরের মাঠে টিম ইন্ডিয়ায় মিশন ইংল্যান্ড। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।
26
বুধবার চেন্নাইতে পৌছেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর নিয়ম মেনে কাটিয়েছে ৬ দিনর কোয়ারেন্টাইন পর্ব। দিতে হয়েছে একাধিকবার করোনা পরীক্ষা।
36
কোয়ারেন্টাইন পর্ব শেষে সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ দিন পর ফের ফুরফুরে মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়াকে।
46
প্রথম দিন অনুশীলনে নেমে খুব একটা কঠিন অনুশীলন করেনি টিম ইন্ডিয়া। মূলত ফিটনেস ট্রেনিংয়ের ফর জোর দেওয়া হয় বিরাট-রোহিতদের।
56
এদিন শুধুমাত্র মাঠে কয়েক পাক ঘোরা এবং ছোট ছোট ড্রিল করে ভারতীয় ক্রিকেট দল। নিজেদের মধ্যে আড্ডাও দিতে দেখা যায় সকলকে।
66
সোমবার নেটে ব্যাটিং বোলিং অনুশীলন না করলেও, মঙ্গলবার থেকে নেট প্র্যাকটিস সহ ফুল দমে ট্রেনিংয়ে নেমে পড়বে কোহলি ব্রিগেড।