ধোনির কাছেই শিখেছিলেন অধিনায়কত্ব, এবার মাহিকেই টপকে রেকর্ড গড়লেন বিরাট কোহলি
প্রথম ম্য়াচে হারলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। একইসঙ্গে অধিনায়ক হিসেবে নতুন নজির সৃষ্টি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পিঙ্ক বল টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে ভারত। একইসঙ্গে অধিনায়ক বিরাট কোহলির মুকুটে যোগ হয়েছে নকুন পালক।
ব্যাট হাতে খুব একটা সাফল্য মোতরাতে পানননি কোহলি। কিন্তু ম্যাচ জয়ের পর অধিনায়ক হিসেবে দেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে প্রাক্তন অধিনায়র মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি।
দেশের মাটিতে এখনও পর্যন্ত বিরাট কোহালির নেতৃত্বে মোট ২৯টি টেস্ট খেলেছে ভারতী দল। তার মধ্যে ২২টিতেই জিতেছে টিম ইন্ডিয়া।
অপরদিকে ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঘরের মাঠে নেতৃত্ব দিয়েছিলেন ৩০টি টেস্ট ম্যাচে। যার মধ্যে জয় পেয়েছেন ২১টিতে।
বিরাট কোহালি ইতিমধ্যেই টেস্টে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হয়ে রয়েছেন। এদিনের জয়ের পর ৫৯টি ম্যাচে তাঁর দল জিতেছে ৩৫টি টেস্ট ম্যাচ।
দ্বিতীয় স্থানে রয়েছেন ধোনি। তাঁর নেতৃত্বে ৬০টি ম্যাচের মধ্যে ২৭টি জিতেছে ভারত। জয়ের তালিকায় ২১টি ম্যাচ জিতে তৃতীয় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ১৪টি ম্যাচ জিতে চতুর্থমমহম্মদ আজহারউদ্দিন।
বিরাট কোহলি এখনও বেশ কয়েক বছর ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সন্দেহ নেই। ফলে এই পরিসংখ্যান আরও অনেকটা বাড়িয়ে নেবেন কোহলি।
পিঙ্ক বল টেস্ট জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যেও আরও এক পা এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধ চতুর্থ টেস্ট ড্র বা জিততে পারলেই ফাইনালে নিশ্চিৎ ভারত। সেক্ষেত্রেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে উঠেও অধিনায়ক হিসেবে নজরি গড়বেন বিরাট।