- Home
- Sports
- Cricket
- বিশ্বের প্রথম ব্যাটসম্যান হবেন তিনি, টি২০ সিরিজে বিরাটের সামনে অনন্য নজিরের হাতছানি
বিশ্বের প্রথম ব্যাটসম্যান হবেন তিনি, টি২০ সিরিজে বিরাটের সামনে অনন্য নজিরের হাতছানি
- FB
- TW
- Linkdin
টেস্ট সিরিজে রানের খরা কাটেনি বিরাট কোহলির ব্যাটে। একটিও সেঞ্চুরি না আসায় অধরা থেকে গিয়েছে অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভাঙা।
যদিও অধিনায়ক হিসেবে দেশের মাটিতে সব থেকে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়েছেন বিরাট। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌছেছে ভারতীয় দল।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছোয়ার হাতছানি রয়েছে ববিরাট কোহলির সামনে। মাত্র ৭২ রান দূরে রয়েছে কোহলি।
আন্তর্জাতিক টি২০-তে বিরাট কোহলির বর্তমান রান সংখ্যা ২৯২৮। ৮৫টি টি২০ ম্যাচ খেলেছেন ভারত অধিনায়ক। তাতে রয়েছে ২৫টি অর্ধ শতরান, গড় ৫০.৪৮।
প্রথম স্থানে কোহলির পর, দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিল, তার রান ২৮৩৯। তৃতীয় স্থানে রয়েছে আরও এক ভারতীয় রোহিত শর্মা। তার সংগ্রহ ১০৮টি টি২০ ম্যাচে ৪টি শতরান-সহ তাঁর রান ২৭৭৩।