ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর বয়স নাকি ১২০, অবাক তথ্যে ফের লোক হাসালো উইকিপিডিয়া
First Published Feb 5, 2021, 6:43 PM IST
ক্রিকেট কেরিয়ার হোক, কমেন্ট্রি হোক আর কোচিং। সর্বদা চর্চায় থেকেছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রবি শাস্ত্রী। বিতর্কও কম হয়নি তাকে। এবার ফের একবার শিরোনামে শাস্ত্রী। সৌজন্যে উইকিপিডিয়া। ভারতীয় কোচের যেই বয়স উইকি দেখাচ্ছে তাতে চোখ কপালে উঠল সকলের।

ক্রিকেটার আর কোচিং কেরিয়ারে রবি শাস্ত্রীর মস্তিষ্কের প্রশংসা করেন সকলেই। তার কোচিংয়ে পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিকে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল।

বর্তমানে দেশের মাটিতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ৪ ম্য়াচের সিরিজ খেলছে ভারতীয় দল। দলের সঙ্গে নিজের দায়িত্ব পালন করছেন রবি।

১৯৬২ সালের, ২৭ মে মুম্বইতে জন্মগ্রহণ করেন শাস্ত্রী। আর কয়েক মাস পরেই ৫৯ বছর পার করবেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ।

কিন্তু এবার নিজের বয়স নিয়ে আরও একবার সংবাদ শিরোনামে চলে আসলেন রবি শাস্ত্রী। কারণ উইকিপিডিয়ায় রবি শাস্ত্রীর যা বয়স দেখাচ্ছে তাতে মাথায় হাত সকলের।

শুক্রবার নেটে রবি শাস্ত্রীর নাম দিয়ে সার্চ দিতেই দেখাচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়স নাকি ১২০ বছর।

এমনকী রবি শাস্ত্রীর যে বিবরণ রয়েছে তাতে রবি শাস্ত্রীর জন্ম দেখাচ্ছে ২৭ মে ১৯০০ সাল। অর্থাৎ ১১২০ বছর বয়স তার।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এমন ভুল করেছে উইকি। তবে এবার রবি উইকির ভুলের শিকার হলেন ভারতীয় কোচ।

উইকির এই ভুল চাউর হতেই নেট দুনিায়ায় হাসির রোল ওঠে। অনেকেই সমালোচনাও করেছে উইকিপিডিয়ার।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?