- Home
- Sports
- Cricket
- শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন , দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন , দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
প্রথম দুই ম্য়াচে রান না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ঝোড়ো ২৮ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচে বড় রান করাই লক্ষ্য ভারত অধিনায়কের।
কেএল রাহুল-
গ্রুপ পর্বের দুই ম্যাচে বড় রান আসেনি কেএল রাহুলের ব্যাটেও। তবে শেষ ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে দ্রুত গতিতে ২৮ রানের ইনিংস খেলেছেন তিনি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের চেনা ছন্দে ফিরে বড় রান করতে মরিয়া কেএল রাহুল।
বিরাট কোহলি-
এশিয়া কাপ শুরুর আগে দলের সবথেকে ফর্মের বাইরে যেই ব্য়াটসম্যান ছিলেন তিনি বিরাট কোহলি। কিন্তু শেষ ৩ ম্য়াচে ২টি অর্ধশতরান সহ প্রতি ম্য়াচেই রান করে বুঝিয়ে দিয়েছে ঘুম ভেঙেছে রান মেশিনের ব্যাটের। এবার সেই ফর্ম ঘরে রাখাই লক্ষ্য বিরাটের।
সূর্যকুমার যাদব-
হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে ফর্মে ফিরেছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করেও বড় স্কোর করতে পারেননি তিনি। এবার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় আরও একবার নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য সূর্যকুমারের।
হার্দিক পান্ডিয়া-
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন হার্দিক পান্ডিয়া। মাঝে হংকং ম্যাচ বিশ্রান নিয়ে সুপার ফোরের পাকিস্তান ম্য়াচে ফিরলেও ব্য়াটে খাতাই খুলতে পারেননি হার্দিক। বল হাতেও দিয়েছেন ১০-এর বেশি ইকোনমি রেটে রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের অলরাউন্ড পারফর্ম করাই লক্ষ্য হার্দিকের।
দীনেশ কার্তিক / ঋষভ পন্থ-
হংকং ও শেষ পাকিস্তান ম্য়াচে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে খেলেছিলেন ঋষভ পন্থ। পাক ম্যাচে হটকারীর মত শট খলে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের একবার দলে ফিরতে পারেন দীনেশ কার্তিক। তবে দলে বাঁ হাতি ব্যাটার না থাকায় থেকে যেতে পারেন পন্থ।
দীপক হুডা-
পাকিস্তন ম্য়াচে সুযোগ পেয়ে বড় স্কোর করতে না পারলেও ঝলক দেখিয়েছিলেন দীপক হুডা। সঙ্গে তিনি অফ স্পিন বোলিংও করতে পারেন। ফলে শ্রীলঙ্কা ম্য়াচে ফের তাকে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে।
অক্ষর প্যাটেল-
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তার জায়গায় দলে এসেছেন অপর বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেতে পারেন তিনি।
রবি বিষ্ণোই-
পাকিস্কানের বিরুদ্ধে ভারতের যে বোলাররা আঁটোসাটো বোলিং করেছেন তাদের মধ্যে অন্যতম হোলেন রবি বিষ্ণোই। একটি উইকেটও পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তরুণ লেগ স্পিনারের দলে থেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।
ভুবনেশ্বর কুমার-
শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খুব একটা ভালো যায়নি ভুবনেশ্বর কুমারের। তবে ভারতীয় পেস অ্যাটাকের তিনিই যে প্রধান অস্ত্র সে বিষয়ে কোনও সন্দেহ নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একবার নিজের সেরাটা দিতে প্রস্তুত ভুবি।
অর্শদীপ সিং-
পাকিস্তান ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে ভিলেন হয়ে উঠেছে তরুণ বাঁ হাতি মিডিয়াম পেসার অর্শদীপ সিং। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তার উপরই ভরসা রাখতে পারে টিম ম্য়ানেজমেন্ট। নিজেকে ফের প্রমাণ করাই লক্ষ্য পঞ্জাব দা পুত্তরের।