আইপিএলের আগে ফের সুখবর, বিরাটের সংসারে ঢুকে পড়লেন কেকেআর তারকা
| Published : Mar 20 2021, 12:21 PM IST
আইপিএলের আগে ফের সুখবর, বিরাটের সংসারে ঢুকে পড়লেন কেকেআর তারকা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
লম্বা, রোগা ছিপছিপে চেহারা। বলের গতিবেগ ও সুইংয়ের মিশ্রণ কিবন্তু ভালই। রয়েছে একাধিক ভ্যারাইটি। ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল নজর কেড়েছিলেন সকলের। অবশেষে জাতীয় দলে সুযোগ পেলেন কেকেআরের তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।
210
কর্ণাটক একসময় ভারতীয় দলকে একাধিক পেস বোলার দিয়েছে। তাদের মধ্যে অন্যতম জাভাগল শ্রীনাথ, ভেঙ্কটেস প্রসাদের মত কিংবদন্তীরা। এবার সেই তালিকায় যোগ হল প্রসিদ্ধ কৃষ্ণার নাম।
310
আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে তার জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই জায়গা পেয়েছে কর্ণাটক ও কেকেআরের এই পেসার।
410
কেকেআরে আসার আগে আরসিবির নেট বোলার ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তারপর তাকে দলে নেয় নাইটরা। ২০১৮ থেকে ২০২০ এই তিন মরসুম কলকাতার হয়ে আইপিএলে খেলেছেন কৃষ্ণা। ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট।
510
এছাড়াও ২০১৮-১৯ মরশুমে বিজয় হাজারেতে ১৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন। এই মরশুমেও বিজয় হাজারেতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি।
610
২০১৯ সালে আইপিএলের একটি ম্যাচে বোলিং করতে দেখে ওঁর সম্পর্কে বিরাট কোহলী বলেছিলেন, “২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ছেলেটা আমাদের দলের বিস্ময় হতে পারে। অসাধারণ বোলার।”
710
জাতীয় দলে ডাক পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত প্রসিদ্ধ কৃষ্ণা।নিকট আত্মীয়ের বাড়িতে থাকাকালীন বন্ধু ফোন করে জাতীয় দলে সুযোগ পাওয়ার সংবাদ তাঁকে দেন। প্রসিধ বলছেন, এত বছরের পরিশ্রম এবার স্বার্থকতা পেল। তিনি জানাতে ভুললেন না যে, প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে নিংড়ে দেবেন।
810
প্রসিদ্ধ কৃষ্ণা ভারতীয় দলে সুযোগ পাওয়ার তাকে শুভেচ্ছা জানিয়েছে কেকেআর। একইসঙ্গে তারা কেরিয়ারের উন্নতিতে কেকেআরের অবদানও স্বীকার করেছেন তরুণ তারকা পেসার।
910
তবে শুধু ভারতীয় দলের ১৮ জনের স্কোয়াডে সুযোগ পাওয়াই নয়, প্রথম ১১--তে সুযোগ পাওয়া এবার লক্ষ্য প্রসিদ্ধ কৃষ্ণার। প্রথম ১১-তে সুযোগ পেলে নিজের সেরাটা নিংরে দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
1010
এবারের আইপিএলের আগে জাতীয় দলে সুযোগ পাওয়া বাড়তি পাওনা প্রসিদ্ধ কৃষ্ণার। জাতীয় দলের অভিজ্ঞতা আইপিএলেও কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি। দলের তারকা জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশি কেকেআর টিম ম্যানেজমেন্ট।