আইপিএলের আগে রঙের উৎসবে মাতল কেকেআর, সকলকে জানাল হোলির শুভেচ্ছা
৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। ১১ তারিখ প্রথম ম্যাচে মাঠে নামছে তিলোত্তমার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স। তার আগে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। এবার হোলির উৎসবে মাতলেন নাইট তারকারা। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
110

দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। পিছিয়ে নেই ক্রীড়া তারকারা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরও মাতল।
210
সোশ্যাল মিডিয়ায় সকলকে হোলির শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স।
310
নিজেদের মধ্যে আবির খেলায় মাতেন কিং খানের দলের প্লেয়াররা।
410
নিজেদের মধ্যে রং খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় কেকেআর তরফ থেকে।
510
ছবিতেই স্পষ্ট যে নিজেদের মধ্যে আবির খেলা চুটিয়ে উপভোগ করেছেন নাইট তারকারা।
610
বিশেষ করে বিদেশি প্লেয়াররাও খুবই উপভোগ করে হোলি উৎসব। ভারতীয় সংস্কৃতিকে আপন করে নেয় তারা।
710
তবে করোনার কারণে একেবারেই বাইরে বেরোননি কেকেআরের তারকারা। সম্পূর্ণ নিজেদের মধ্যেই রং খেলায় মাতেন তারা।
810
করোনা বিধি মেনে, হোটেলের বায়ো বাবলের মধ্যেই আনন্দ উৎসবে মাতেন সকলে।
910
এছাড়া মিষ্টিমুখ করেন নাইট তারকারা। সকলকে হোলি শুভেচ্ছাও জানিয়েছেন সকলেই।
1010
আগামি ১১ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচ কেকেআরের। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
Latest Videos