আইপিএলে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা দিল্লি ক্যাপিটালসের, তরুণ তুর্কিতেই আস্থা
- FB
- TW
- Linkdin
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ভারতীয় তারকা ব্যাটসম্যান ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়কর শ্রেয়স আইয়র।
মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। পরে মাঠ ছাড়েন শ্রেয়স। ইংল্যান্ড সিরিজেও আর খেলতে পারেননি তিনি। জানা গিয়েছে শ্রেয়সের চোট গুরুতর, অপারেশন করতে হবে।
চোটের কারণে আগামি সেপ্টেম্বর মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়স আইয়রকে। যার ফলে আসন্ন ২০২১ আইপিএল থেকেও ছিটকে যান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগেই দলের অধিনায়ক ছিটকে যাওয়ায় মাথায় হাত পড়ে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের। নতুন অধিনায়কের দৌড়ে ছিলেন শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথদের মতো অভিজ্ঞ তারকারা।
কিন্তু অবশেষে দলের অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। তরুণ শ্রেয়সকে অধিনায়ক করার পর দিল্লির যে সাফল্য এসেছে সেই পন্থাই অবলম্বন মারকুটে উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
দিল্লি ক্যাপিটালসের আর এক কর্ণধার পার্থ জিন্দল ঋঋষভের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,'আমরা সব সময় ভয়ডরহীন ক্রিকেটে বিশ্বাস করি। আর ঋষভ সেই ধরনের ক্রিকেটটাই খেলে এসেছে দারুণ সফল্যের সঙ্গে। দিল্লি দলের একটা বড় অবদান রয়েছে ক্রিকেটার হিসেবে ওর তৈরি হওয়ার পেছনে। আমি ঋষভের সাফল্য কামনা করি।'
দিল্লি ক্য়াপিটালসের তরফ থেকে শ্রেয়সের উদ্দেশ্যে বার্তায় জানান হয়েছে, শ্রেয়সের অধিনায়কত্বে দল অনেক উন্নতি করেছে। দত বছর প্রথমবার ফাইনালেও উঠেছে শ্রেয়সের অধিনায়কত্বে। দল তোমার সবরকম সহায়তার জন্য পাশে রয়েছে। দ্রুত সুস্থ হয়ে ফের দলের সঙ্গে যোগ দেওয়ার শুভ কামনা রইল।
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল ১০ তারিখ সিএসকের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামবে দিল্লি ক্যাপিটালস। নতুন ভূমিকায় পন্থকে দেখার জন্য মুখিয়ে রয়েছে তার ফ্যানেরা। জানিয়েছে শুভেচ্ছাও। নতুন দায়িত্ব নিয়ে ভালো কিছু করে দেখানোর জন্য মরিয়া পন্থও।