- Home
- Sports
- Cricket
- সচিনের ছেলে বলেই আইপিএলে দলে পেয়েছেন অর্জুন, বিতর্কের মাঝে জবাব দিলেন মাস্টার ব্লাস্টার
সচিনের ছেলে বলেই আইপিএলে দলে পেয়েছেন অর্জুন, বিতর্কের মাঝে জবাব দিলেন মাস্টার ব্লাস্টার
- FB
- TW
- Linkdin
এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথমবার মুম্বই দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। সেই সুবাদেই আইপিএল নিলামে নিজের নাম তুলেছেন সচিন পুত্র।
নিলামের একেবারে শেষে ওঠে অর্জুনের নাম। ২০ লক্ষ টাকা বেস প্রাইজ দিয়ে তাকে কিনে নেয় সচিনের প্রাক্তন আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স। অর্জুনকে দলে নিয়ে 'ফিস্ট বাম্প' করেন জাহির খানরা।
কিন্তু অর্জুন তেন্ডুলকর আইপিএল দল পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করে নানা প্রশ্ন। সচিন তেন্ডুলকরের পুত্র হওয়ার কারণেই দল পেয়েছেন অর্জুন, মন্তব্য করেন অনেকে।
অনেকেই আরও একবার উস্কে দিয়েছেন 'নেপোটিজম' বিতর্ক। বা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তাই অর্জুনের যাত্রাপথ মসৃণ হচ্ছে বলে দাবি ছিল অনেকের।
এতদিন এই বিষয়ে কোনও মন্তব্য করেননি মাস্টার ব্লাস্টার। তিনি বলেন,'খেলার মাঠে একমাত্র একজন খেলোয়াড়ের পারফরম্যান্স দেখা হয়। এর বাইরে আর অন্য কোনও ব্যাপার প্রাধান্য পায় না।'
'আমরা যখন ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করতাম তখন কোথা থেকে আসছি, কার সঙ্গে সম্পর্ক আছে, দেশের কোন অংশ থেকে এসেছি, এসব কিছুই মাথায় থাকে না। ড্রেসিংরুমে প্রবেশ করার পর সবাই সমান। সেখানে পারফরম্যান্স ছাড়া আর কিছুই যাচাই করার ব্যাপার নেই।'
এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক বলেন,'ড্রেসিংরুমে একজন ক্রীড়াবিদ স্রেফ ব্যক্তি। এমন ব্যক্তি যে টিমে যোগ দিতে চায়। তার জন্য তাঁকে পারফর্ম করতে হবে।'
শেষে সচিন বলেন,'আমি দেশের বিভিন্ন অংশে বহু শিক্ষকের সঙ্গে মেশার সুযোগ পাই। তাঁদের থেকে আমিও রোজ কিছু না কিছু শিখি। সেইসব শিক্ষা আমি বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি।'