- Home
- Sports
- Cricket
- সচিন-ধোনি-কোহলি-রোহিত নন, এই তরুণ ভারতের সব থেকে ধনী ক্রিকেটার, সম্পতি জানলে চোখ কপালে উঠবে
সচিন-ধোনি-কোহলি-রোহিত নন, এই তরুণ ভারতের সব থেকে ধনী ক্রিকেটার, সম্পতি জানলে চোখ কপালে উঠবে
সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়, ভারতের সবথেকে ধনী ক্রিকেটারের নাম জানেন আপনারা। যার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে সকলের। আইপিএলেও রাজস্থান রয়্যালস দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। চলুন জানা যাক ভারতের সব থেকে ধনী ক্রিকেটারের সম্পর্কে।
| Published : Mar 30 2021, 05:28 PM IST
সচিন-ধোনি-কোহলি-রোহিত নন, এই তরুণ ভারতের সব থেকে ধনী ক্রিকেটার, সম্পতি জানলে চোখ কপালে উঠবে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
112
ব্যক্তিগত সম্পত্তির নিরিখে ভারতের সবথেকে ধনী ক্রিকেটারের নাম হল আর্যমান বিড়লা।
212
মধ্যপ্রদেশের রঞ্জি দলের হয়ে খেলেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। সেঞ্চুরিও করেছেন তিনি। তার প্রতিভার প্রশংসা করেছেন অনেকেই।
312
শুধু ঘরোয়া ক্রিকেট নয়, ২০১৮ সালে আইপিএল দল রাজস্থান রয়্যালস দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই তরুণ ক্রিকেটার।
412
আর্যমান বিড়লার সর্বমোট সম্পত্তির পরিমাণ জানল চোখ কপালে উঠবে আপনার। প্রায় ৭০ হাজার কোটি টাকা।
512
এই আর্যমান কে জানেন? আদিত্য বিড়লা গ্রুপের পরবর্তী প্রজন্ম আর্যমান। তবে ব্যবসায় নয়, বরং ক্রিকেট মাঠেই তাঁর আগ্রহ।
612
ব্যবসায়ী কুমার মঙ্গলম বিড়লা তাঁর বাবা। তাঁর সম্পত্তির পরিমাণ ৭০ হাজার কোটি টাকা। পারবারিক সূত্রে তার পরবর্তী মালিক আর্যমান।
712
ছোটবেলা থেকে পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাঁর। তাই খুব কম বয়সেই ক্রিকেট খেলাও শুরু করেছিলেন আর্যমান বিড়লা।
812
ঘরোয়া ক্রিকেটে প্রথম শতরানের পর তিনি বলেছেন,'পারিবারিক ঐতিত্যের চাপ তো আছে। তা থাকবেও। তবে নিজের পরিচয় তৈরি করতে হবে।'
912
এছাড়াও তিনি জানিয়েছিলেন, 'ক্রিকেট খেলতে যখন মাঠে নামি, তখন পারিবারিক পরিচয় খুব একটা প্রভাব ফেলে না। দক্ষতা না থাকলে পারিবারিক পরিচয় দিয়ে রান করা সম্ভব নয়।'
1012
ইচ্ছে করলেই বাবার কোম্পানিতে অন্যতম কর্ণধার হিসেবে নাম লেখাতে পারতেন। কিন্তু সেটা করেননি। নিজের পরিচয় তৈরির জন্য লড়ছেন আর্যমান।
1112
তবে এই মুহূর্তে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে কিছু দিনের বিরতিতে রয়েছেন তিনি। তার চিকিৎসা চলছে বলেও খবর।
1212
খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে ফের ২২ গজে ফেরার জন্য মুখিয়ে নিয়েছে এই তরুণ বাঁ-হাতি ক্রিকেটার। সকলেই তার সুস্থতা কামনা করেছেন।