- Home
- Sports
- Cricket
- IPL 2022 Final- উইনিং কম্বিনেশন ভেঙে হতে পারে পরিবর্তন, দেখে নিন মেগা ফাইনালে গুজরাটের সম্ভাব্য একাদশ
IPL 2022 Final- উইনিং কম্বিনেশন ভেঙে হতে পারে পরিবর্তন, দেখে নিন মেগা ফাইনালে গুজরাটের সম্ভাব্য একাদশ
রবিবার আইপিএল ২০২২-এর মেগা ফাইনালে (IPL 2022 Mega Final) নামছে গুজরাট টাইটানস (Gujarat Titans) । রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে শেষ দ্বৈরথ জিতে ট্রফি ঘরে তুলতে মরিয়া হার্দিক পান্ডিয়ার দল। মেগা ফাইনালে দলের উইনিং কম্বিনেশন ভেঙে দলে হতে পারে পরিবর্তন। ফাইনালে কেমন হতে পারে গুজরাট টাইটানসের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।
- FB
- TW
- Linkdin
শুবমান গিল-
গুজরাট টাইটানসের ওপেনিংয়ে অন্যতম বড় ভরসার নাম হল শুবমান গিল। ফর্ম ওঠা-নামা করলেও এবারের আইপিএলে ৪৩৮ রান করে ফেলেছেন শুবমান গিল। রয়েছে চারটি অর্ধশতরান। রাজস্থানের বিরুদ্ধে প্লে অফেও করেছিলেন ৩৫ রান। এবার শেষ লড়াই ফাইনালে বড় স্কোর করার জন্য মুখিয়ে রয়েছেন গিল।
ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক)-
গুজরাট টাইটানসের ওপেনিং নিয়ে প্রথমে সমস্যায় পড়তে হয়েছিল। ফ্লপ করেন ম্য়াথি ওয়েড। প্রথম দিকে দলে সুযোগ না পেলেও পরের দিকে ওপেনিংয়ে ঋদ্ধিমান সাহাকে খেলায় গুজরাট। অনবদ্য ব্য়াটিং করেন উইকেট রক্ষক ব্যাটসম্য়ান। ইতিমধ্যেই ৩টি হাফ সেঞ্চুরি সহ ১০ ম্য়াচে ৩১২ রান করে ফেলেছেন ঋদ্ধিমান সাহা।
ম্যাথু ওয়েড-
গুজরাট টাইটানসের মিডল অর্ডারে প্রথম ডাউন খেলবেন ম্য়াথু ওয়েড। এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৯ ম্য়াচে করেছন ১৪৯ রান। সর্বোচ্চ স্কোর ৩৫। ফাইনালে ব্যাট হাতে বড় ইনিংস খেলাই লক্ষ্য অজি তারকার।
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)-
এবার আইপিএলে প্রথম অধিনায়কত্বের দায়িত্ব সামলান হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত তার অধিনায়কত্বের প্রশংসা করেছেন সকলেই। ব্য়াট হাতেও অনবদ্য পারফর্ম করেছেন তিনি। ৪টি হাফ সেঞ্চুরি সহ করে ফেলেছেন ৪৫৩ রান। সর্বোচ্চ স্কোর ৮৭ রান। ফাইনালে আরও একবার নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য হার্দিক পান্ডিয়ার।
ডেভিড মিলার-
এবারের গুজরাট টাইটানসের মিডল অর্ডারে বিধ্বংসী ফর্মে রয়েছেন ডেভিড মিলার। দলের হয়ে একাধিক ম্য়াচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ৪৪৯ রান করেছেন প্রোটিয়া তারকা। সর্বোচ্চ স্কোর ৯৪। ফাইনালে ফের একবার মিলার তার 'কিলার' পাওয়ার দেখানোর অপেক্ষায়।
রাহুল তেওয়াটিয়া-
গুজরাট টাইটানস দলে অন্যতম সেরা ম্য়াচ ফিনিশার রাহুল তেওয়াটিয়া। খুব একটা ব্য়াটিংয়ের সুযোগ না পেলেও কয়েকটি ম্যাচে একেবারে শেষের দিকে ম্য়াচ ফিনিশ করে দলকে এনে দিয়েছেন ২ পয়েন্ট। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ২১৭ রান করেছেন তিনি। ফাইনালেও ব্য়াট হাতে জ্বলে ওঠার অপেক্ষায় মিলার।
রাশিদ খান-
গুজরাট টাইটানসের স্পিন অ্যাটাকে দলের সেরা অস্ত্রের নাম রাশিদ খান। তার স্পিনের ভেলকিতে ফাঁসিয়েছেন একাধিক তাবড় তাবড় ব্যাটসম্যানকে। প্রয়োজনে ব্যাট হাতেও কামাল দেখিয়েছেন কেরামতি খান। এবার আইপএলে এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে ১৮টি উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে সেরাটা দেওয়ার অপেক্ষা আফগান তারকা।
সাই কিশোর-
গুজরাট টাইটানস দলে রাশিদ খানের সঙ্গা হিসেবে খেলছেন আর সাই কিশোর। বাঁ-হাতি এই স্পিনার শেষের দিকে কয়েকটি ম্য়াচে সুযোগ পেয়েছেন। ৪ ম্য়াচে নিয়েছেন ৪টি উইকেট। ফাইনালে আরও একবার স্পিনের ভেলকি দিতে প্রস্তুত তিনি।
লকি ফার্গুসন-
গুজরাট টাইটানসের পেস অ্যাটাকে বড় ভরসার নাম হল নিউজিল্য়ান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। ১২ ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন তিনি। প্লে অফে সুযোগ পাননি দলে। খেলেছিলেন আলজারি জোসেফ। ফাইনালে কিউই তারকার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। আরও একবার নিজের জাত চেনাতে মরিয়া লকি।
মহম্মদ শামি-
গুজরাট টাইটানসের পেস অ্যাটাকে সেরা অস্ত্রের নাম মহম্মদ শামি। তার পেস ও সুইংয়ের ক্যারিশ্মা এই আইপিএলেও দেখিয়েছেন ভারতীয় তারকা পেসার। এখনও পর্যন্ত ১৫ ম্য়াচে নিয়েছেন ১৯টি উইকেট। ফাইনালে আরও একবার নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় মহম্মদ শামি।
যশ দয়াল-
এবার আইপিএলে গুজরাট টাইটানস দলে তরুণ পেসার হিসেবে নজর কেড়েছেন যশ দয়াল। এই বাঁ হাতি পেসার দলকে একাধিক সাফল্য এনে দিয়েছেন। ৮ ম্য়াচে এখনও র্যন্ত তার শিকার ১০টি উইকেট। ফাইনালে আরও একবার নিজের সেরাটা দেওয়া অপেক্ষায় যশ দয়াল।