কালো ব্লেজারে বুমরা, অফশোল্ডারে সঞ্জনা, নেট দুনিয়ায় 'আগুন' ধরালেন নব দম্পতি
- FB
- TW
- Linkdin
বিয়ের ছবি আগেই শেয়ার করেছিলেন জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। জীবনের নতুন ইনিংস শুরুর পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নব দম্পতি।
এবার রিসেপশনের বেশ কিছু ছবি শেয়ার করলেন বুমর-সঞ্জনা জুটি। যেই ছবিতে একেবারে অন্য লুকে পাওয়া গেল নতুন বর ও নব বধূকে।
ছবিতে কালো ব্লেজার ও কালো প্যান্ট-শার্টে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার তারকা পেসারকে। আর পার্পল রঙের অফ-সোলডার গাউনে গ্ল্যামারাস লুকে সঞ্জনা। একে অন্যের হাত ধরে এগিয়ে চলেছেন আতসবাজির রোশনাইয়ের মধ্যে দিয়ে।
গত ১৫ তারিখ গোয়ার এক বিলাস বহুল রিসর্টে বুমরা-সঞ্জনার বিয়ের আসর বসেছিল। দুই পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়দের নিয়ে হয়েছিল গোটা অনুষ্ঠান। বিয়ের ছবিও শেয়ার করেছিলেন বুমরা।
সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে বুমরা লিখেছিলেন,'আজ জীবনের অন্যতম সেরা দিন। আপনাদের এই খবর জানাতে পেরে আমি আপ্লুত।' বুমরা-সঞ্জনার বিয়ের ছবিও মুহূর্তে ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।