- Home
- Sports
- Cricket
- মুম্বই বধের ছক প্রস্তুত করছে কেকেআর, 'হিটম্যানের' জন্য ফাঁদ পাতছে নাইট শিবির, জানুন কীভাবে
মুম্বই বধের ছক প্রস্তুত করছে কেকেআর, 'হিটম্যানের' জন্য ফাঁদ পাতছে নাইট শিবির, জানুন কীভাবে
- FB
- TW
- Linkdin
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগামী ২৩ সেপ্টেম্বর আইপিএল ২০২০ প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই মুম্বইয়ের মত শক্ত প্রতিপক্ষ থাকায় খুবই সিরিয়াস কেকেআর শিবির।
এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে কেকেআরের পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক নয়। ২৫ বার সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে ১৯টি ম্যাচে হারতে হয়েছে কেকেআরকে। জয় মাত্র ৬ ম্যাচে।
সেই পরিসংখ্যান মাথায় রেখেই প্রথম ম্যাচের অনেক আগে থেকেই মুম্বই বধের জন্য পরিকল্পনা বা ছক শুরু করে দিয়েছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। অনুশীলনে নিজেদের উজার করে দিচ্ছেন প্লেয়াররাও।
আমিরশাহির গরমে পিচ থেকে পেসাররা সে ভাবে সাহায্য না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই এই গরম আবহাওয়ার ও পেস সহায়ক নয় এমন উইকেটেও কীভাবে জোরে বোলাররা সাফল্য পেতে পারেন তার জন্য পেস বোলারদের নিয়ে আলাদ সেশন করছেন বোলিং কোচ কাইল মিলস।
স্পিন বোলিং অ্যাটাক এবারও তুরুপের তাস কেকেআরের। আরবের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধাও পাবে। তাই স্পিনারদের নিয়েও আলাদা করে সময় দিচ্ছেন কেকেআরের কোচেরা।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাকে আটকানোর জন্যও পরিকল্পনা তৈরি করছে নাইটরা। এখন থেকেই ‘হিটম্যান’-এর ভিডিয়ো দেখে তার কমজুরি জায়গা গুলিকে চিহ্নিত করার কাজ চলছে।
বিশ্বকাপে রোহিতের সফল ইনিংসগুলো নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে। দীনেশ কার্তিক সহ অন্যান্য ব্যাটসম্যানরা ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলনের উপরে জোর দিচ্ছেন।
মুম্বইয়ে দলে রয়েছে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডের মত একাধিক পাওয়ার হিটার। তাদের কীভাবে আটকানো যায় তার পরিকল্পনাও শুরু করে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
এছাড়া বোলিংয়েও যথেষ্ট শক্তিশালী রোহিত শর্মার দল। তাই অনুশীলনে কেকেআরের ব্যাটসম্যানরাও বাড়তি ঘাম ঝড়াচ্ছেন। যে কোনও পরিস্থিতিতে দলের চাহিদা মত ব্যাট করার জন্য নিজেদের তৈরি রাখছেন তারা।
সব মিলিয়ে কঠিন অনুশীলনের মধ্যেও ফুরফুরে মেজাজে রয়েছে গোটা দল। মুম্বই বধের পরিকল্পনার পাশাপাশি গোটা টুর্নামেন্টে ভাল খেলার জন্য ও কেকেআর সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য বদ্ধপরিকর কেকেআর শিবির।