- Home
- Sports
- Cricket
- KKR vs MI- বদলে যেতে পারে কেকেআরের পুরো অর্ধেক দল, দেখে নিন মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের একাদশ
KKR vs MI- বদলে যেতে পারে কেকেআরের পুরো অর্ধেক দল, দেখে নিন মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের একাদশ
আইপিএল ২০২২-এ (IPL 2022) টানা ৫ ম্যাচ হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight Riders)। কিছুটা স্বস্তি ফিরেছিল দলে। কিন্তু পরের ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এমন লজ্জার হার হারবে কেকেআর (KKR)তা ভাবতেও পারেননি সমর্থকরা। শেষে চারে ওঠার অঙ্ক খুই কঠিন নাইটদের। কারণ প্রতিযোগিতার শেষ তিন ম্য়াচ যেমন জিততেই হবে, তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে। ফলে আশা খুবই কম। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়েও রয়েছে জোর জল্পনা। কারণ প্রতি ম্যাচেই দলে একাধিক পরিবর্তন করে কোনও লাভ হয়নি। তবে আজকের ম্য়াচেও কেকেআর দলে মোট ৫টি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক দল বদলে যেতে পারে। দেখে নিন দ্বিতীয় লেগের খেলায় কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ (probable playing xi)।
| Published : May 09 2022, 11:27 AM IST
- FB
- TW
- Linkdin
অজিঙ্কে রাহানে-
আইপিএল ২০২২-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দিকের কিছু ম্য়াচে ওপেন করেছিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কে রাহানে। প্রথম ম্য়াচে ব্যাটে রান পেলেও পরের দিকে ম্য়াচে রানের মধ্যে ছিলেন না তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে ফের একবার ওপেনে রাহানাকে ফেরানো হতে পারে। সুযোগ পেলে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন রাহানে।
ভেঙ্কটেশ আইয়র-
গতবার আইপিএলে দুরন্ত ফর্মের জন্য তাকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার আইপিএলে একেবারেই সেরা ফর্মে নেই তিনি। এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। দল থেকে বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে গুঞ্জন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওপেনিং জুটিতে সোমবার ফের একবার ওপেন করতে দেখা যাবে ভেঙ্কটশকে। এদিনের ম্যাচে রানে ফিরতে না পারলে সমস্যা বাড়তে পারে ভেঙ্কটেশ আইয়রের।
শ্রেয়স আইয়র-
পরপর ৫ ম্য়াচে হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছিল দল। লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হারে শেষ চারে ওঠার আশা অনেক কঠিন হয়ে গিয়েছে শ্রেয়স আইয়রের দলের। ২-৩টি ম্যাচে ছাড়া পুরো মরসুমে ব্যাট কথা বলেনি কেকেআর অধিনায়কের। শেষ ৩টি ম্য়াচ নিজের নামের প্রতি সুবিচার করাই লক্ষ্য শ্রেয়স আইয়রের। বড় রান করার পাশাপাশি শেষ ম্য়াচগুলিতে দলকে জয় এনে দিতে চাইছেন শ্রেয়স।
স্যাম বিলিংস-
আইপিএলের শুরুর দিকে প্রথম কয়েকটি ম্য়াচে সুযোগ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস। খুব বড় ইনিংস খেলতে না পারলেও কয়েকটি ম্য়াচে ভালো ঝলক দেখিয়েছিলেন। প্রতিযোগিতার শেষ লগ্নে এসে আরও একবার দলে সুযোগ পেতে পারেন তিনি। নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তিনি।
নীতিশ রানা-
দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে অনবদ্য ব্য়াটিং করে রানে ফিরেছিলেন নীতিশ রানা। ব্যাট হাতে এবারের আইপিএলে কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা তিনি। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে আসেনি বড় রান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের একবার জ্বলে ওঠার অপেক্ষায় বাঁ হাতি তারকা ব্যাটসম্য়ান।
রিঙ্কু সিং-
গুজরাট, দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন নীতিশ রানা। কিন্তু গত ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে বড় রাম পাননি তিনি। শেষের তিনটি ম্যাচ ব্য়াটে ফের একবার নিজের জাত চেনানোই লক্ষ্য রিঙ্কু সিংয়ের। একইসঙ্গে ফিল্ডিংয়ে দলের হয়ে গুরুত্বপূর্ ভূমিকা পালন করছেন তিনি।
আন্দ্রে রাসেল-
এবারের আইপিএলে ব্য়াট হাতে ছন্দে থাকলেও ধারাবিহকতার অভাব রয়েছে আন্দ্রে রাসেলের। তবে বেশ কয়েকটি ম্য়াচে অনবদ্য ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন ক্যারেবিয়ান তারকা। বল হাতেও প্রয়োজনরে সময় নিয়েছেন উইকেট। লখনউয়ের বিরুদ্ধে ৪৫ রান করার পাশাপাশি নিয়েছিলেন ২ উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধে আন্দ্রে রাসেল প্রস্তুত আরও একবার তার মাসেল পাওয়ার দেখানোর জন্য়।
সুনীল নারিন-
কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিস্ট্রি স্পিনের মায়াজাল যে এখনও বিপক্ষের ব্যাটসম্য়ানরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারেবিয়ান তারকা স্পিনার। লখনউয়ের বিরুদ্ধেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধে ও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে সুনীল নারিন।
টিম সাউদি-
প্যাট কামিন্স আশানরূপ পারফর্ম করতে না পারায় কেকেআররে পেস অ্যাটাকে নিয়মিত খেলছেন কিউই তারকা টিম সাউদি। ভালো পারফর্মও করেছেন তিনি। শেষ ম্য়াচে ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধেও নিজেরে সেরাটা দেওয়ার অপেক্ষায় তারকা পেসার।
উমেশ যাদব-
এবারের আইপিএলে কেকেআরের পেস অ্য়াটাকে সবথেকে ভালো পারফর্ম করেছেন উমেশ যাদব। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও রয়েছেন তিনি। গত ম্য়াচে কাফ মাসেলে চোটের কারণে খেলতে পারেননি তিনি। আজকের ম্য়াচে ফের তার খেলার সম্ভাবনা রয়েছে। বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত 'বিদর্ভ এক্সপ্রেস'।
বরুণ চক্রবর্তী-
এবারের আইপিএলের শুরুতে কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তাকে রিটেনও করেছিল কেকেআর। কিন্তু আশানরূপ একেবারেই পারফর্ম করতে পারেননিন তিনি। শেষের দিকে আরও একবার তার উপর ভরসা দেখাতে পারে দল।