বিয়ের অনুষ্ঠানে চলেছিল গুলি-বোমা-ধারালো অস্ত্র, জানুন রবীন্দ্র জাদেজা ও রীবার প্রেম কাহিনি
First Published Dec 3, 2020, 4:13 PM IST
এ দেশে ক্রিকেট প্লেয়ারদেরকে সেলিব্রেটিদের মর্যাদা দেওয়া হয়। প্রিয় তারকার জন্য রাীতিমত পাগল ক্রিকেট ভক্তরা। ২২ গজের বাইরেও ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য কৌতহলের শেষ নেয় ফ্যানেদের। প্রেম, ভালোবাসা, বিয়ে, পছন্দ, অপছন্দ ফেবারিট ক্রিকেটারদের সব কিছুই জানতে চান তারা। আজ আপনাদের জানাবো ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য। বিশেষ করে জাদেযার বিয়ের স্টোরি খুবই রোমাঞ্চকর। জাদেযার বিয়েতে চলেছিল গুলি ও তোলায়ার। তৈরি হয়েছিল চরম অশান্তি। চলুন জানা যাক সেই কাহিনি।

ভারতীয় দলের অন্যতম প্রধান ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজা। টেস্ট, ওডিআই ও টি২০, তিন ফর্ম্যাটেই দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি। বর্তমানে ব্যাটে-বলে পারফর্ম করে দলের নির্ভরযোগ্য অল রাউন্ডার হয়ে উঠেছেন জাড্ডু।

জাদেজার ব্যক্তিগত জীবনেও কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয়। হর্স রাইডিং, তলোয়ারের খেলা এছাড়া একাধিক অ্যাডভেঞ্চার খুবই প্রিয় জাদেজার। রোমাঞ্চ বাদ যায়নি জাদেজা বিয়েতেও।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন