- Home
- Sports
- Cricket
- WPL 2026: স্মৃতি মান্ধানা কিংবা সোফি যা পারেননি, তা করে দেখালেন ন্যাট স্কিভার! উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি
WPL 2026: স্মৃতি মান্ধানা কিংবা সোফি যা পারেননি, তা করে দেখালেন ন্যাট স্কিভার! উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি
WPL 2026: মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট WPL-এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন। ভাদোদরায়, আরসিবির বিরুদ্ধে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

WPL-এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি?
মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) এক নতুন ইতিহাস তৈরি করেছেন। তিনি WPL-এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন।
বিপাকে আরসিবি বোলাররা
ক্রিজে আসার পর থেকেই ন্যাট স্কিভার-ব্রান্ট আক্রমণাত্মক ছিলেন। তিনি ১৬টি চার ও একটি ছক্কার সাহায্যে উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সেঞ্চুরিটি করেন।
হেইলি ম্যাথিউজের সঙ্গে বিশাল পার্টনারশিপ
ওপেনার হেইলি ম্যাথিউজের সঙ্গে ১৩১ রানের বিশাল পার্টনারশিপ গড়েন স্কিভার-ব্রান্ট। ম্যাথিউজ চোট থেকে ফিরে এসে ৩৯ বলে ৫৬ রান করেন।
৯০ রানের ঘরে আউট
ম্যাচের পর স্কিভার-ব্রান্ট বলেন, “আমি ৯০ রানের ঘরে আউট হতে চাইনি। দলের জন্য রান করতে পেরে এবং নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করে আমি খুবই খুশি।"
ম্যাথিউজের প্রত্যাবর্তনের প্রশংসা
স্কিভার তার সতীর্থ হেইলি ম্যাথিউজের প্রশংসা করে বলেন, "ওর সঙ্গে ব্যাট করা সবসময়ই আনন্দের। এই ম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্স জয়লাভ করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

