IND vs ZIM U19: জিম্বাবোয়ের মাটিতে বুলাওয়ের.কুইন্স স্পোর্টস ক্লাবে মঙ্গলবার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ ২-এর সুপার সিক্স পর্বের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম জ়িম্বাবোয়ে। সেই ম্যাচেই, ২০৪ রানে বিরাট জয় হাসিল করে টিম ইন্ডিয়া।

IND vs ZIM U19: ২২ গজে দাপট ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০৪ রানে বিরাট জয় পেল টিম ইন্ডিয়া (india u-19 vs zimbabwe u-19)। সেইসঙ্গে, তারা অনেকটাই এগিয়ে গেল সেমিফাইনালের দিকে (ind vs zim u19)। 

২০৪ রানে বিরাট জয় টিম ইন্ডিয়ার

জিম্বাবোয়ের মাটিতে বুলাওয়ের.কুইন্স স্পোর্টস ক্লাবে মঙ্গলবার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ ২-এর সুপার সিক্স পর্বের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম জ়িম্বাবোয়ে। সেই ম্যাচেই, ২০৪ রানে বিরাট জয় হাসিল করে টিম ইন্ডিয়া। 

এই ম্যাচে, টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জ়িম্বাবোয়ে। আর প্রথমে ব্যাট করতে নেমে, ২২ গজে রীতিমতো ঝড় তোলে টিম ইন্ডিয়া। ওপেনার অ্যারন জর্জ করেন ২৩ রান এবং দলের আরেক ওপেনার বৈভব সূর্যবংশী ৫২ রানের ইনিংস উপহার দেন। 

অপরদিকে, অধিনায়ক আয়ুষ মাত্রের সংগ্রহে ২১ রান এবং বেদান্ত ত্রিবেদীর ঝুলিতে ১৫ রান। কিন্তু এই ম্যাচে দাপুটে ব্যাটিং করেন ভিহান মালহোত্রা। তিনি ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ম্যাচে। কার্যত, একাই শেষ করে দেন জিম্বাবোয়েকে। সেইসঙ্গে, হাফ সেঞ্চুরি করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুন্ডু। তাঁর সংগ্রহে গুরুত্বপূর্ণ ৬১ রান। 

৮ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে টিম ইন্ডিয়া

এছাড়া কনিষ্ক চৌহান করেন ৩ রান, আরএস অম্বরীশের ঝুলিতে ২১ রান, খিলান প্যাটেলের সংগ্রহে ৩০ রান এবং হেনিল প্যাটেল ২ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ৫০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের হয়ে ৩ উইকেট নেন তাতেন্ডা চিমুগোরো। ২টি করে উইকেট পেয়েছেন পানাশে মাজাই এবং অধিনায়ক সিম্বারাশে মুডজেনগেরেরে। ১টি উইকেট নেন ধ্রুভ প্যাটেল। 

জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে জ়িম্বাবোয়ে। ওপেনার নাথানিয়েল হ্লাবাঙ্গানা খালি হাতেই প্যাভিলিয়নে ফিরে যান। ধ্রুব প্যাটেল করেন মাত্র ৮ রান। কিয়ান ব্লিগনাটের সংগ্রহে ৩৭ রান, ব্র্যান্ডন সেঞ্জেরের ঝুলিতে ৩ রান এবং তাতেন্ডা চিমুগোরো করেন ২৯ রান। তবে খারাপ ব্যাটিং লাইন-আপের মাঝেও কিছুটা লড়াই করেন লিরয় চিওয়াউলা। তিনি ৬২ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

টিম ইন্ডিয়ার হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন ভিহান মালহোত্রা

তবে মাইকেল ব্লিগনাট কোনও রান করতে পারেননি। সিম্বারাশে মুডজেনগেরেরে করেন ৩ রান, তাকুদজোয়া মাকোনির ঝুলিতে ১ রান এবং পানাশে মাজাই ও ওয়েবস্টার মাধিধি খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। জ়িম্বাবোয়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪৮ রানে। 

ভারতের হয়ে উধব মোহন এবং আয়ুষ মাত্রে প্রত্যেকে ৩টি করে উইকেট পান। ২টি উইকেট নেন আরএস অম্বরীশ। ১টি করে উইকেট পেয়েছেন হেনিল প্যাটেল এবং খিলান প্যাটেল। ভারত ২০৪ রানে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের সেরা ভিহান মালহোত্রা। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), বেদান্ত ত্রিবেদী, কনিষ্ক চৌহান, আরএস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, উধব মোহন

জ়িম্বাবোয়েঃ নাথানিয়েল হ্লাবাঙ্গানা (উইকেটকিপার-ব্যাটার), ধ্রুব প্যাটেল, কিয়ান ব্লিগনাট, ওয়েবস্টার মাধিধি, তাকুদজোয়া মাকোনি, লিরয় চিওয়াউলা, সিম্বারশে মুডজেনগেরেরে (অধিনায়ক), ব্র্যান্ডন সেঞ্জের, মাইকেল ব্লিগনাট, তাতেন্ডা চিমুগোরো, পানাশে মাজাই

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।