চিনে নিন আইপিএলের আসল বিনোদনকারীদের, প্রতিবছর যারা জমিয়ে রাখে গোটা টুর্নামেন্ট
- FB
- TW
- Linkdin
মহেন্দ্র সিং ধোনিঃ
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৩ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। শুধু চেন্নাই সুপার কিংস নয়, মাঝখানে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়েও শেষ ওভারে ২৬ রান করেও ম্যাচ জেতানোর নজির আছে তার। ১৯০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৪৩২ রান। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৪২.৩০, স্ট্রাইক রেট ১৩৭.৮৫। দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপশি ব্যাট হাতে ধোনি ধামাকা চালিয়ে যাওয়াই আইপিএল টোয়েন্টি টোয়েন্টিতে ধোনির অন্যতম লক্ষ্য।
রোহিত শর্মাঃ
অধিনায়ক হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে চার-চারটি ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে নিজের হিট শো বজায় রেখেছেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার আগে তার পুরোনো দল ডেকান চার্জারসের হয়েও ম্যাচজেতানো অনেক ইনিংস খেলেছেন তিনি। ১৮৮ ম্যাচে হিটম্যানের সংগ্রহ ৪৮৯৮ রান। সর্বাধিক রান ১০৯, গড় ৩১.৬০, স্ট্রাইক রেট ১৩০.৮২। আন্তর্জাতিক ক্রিকেটে যে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত তাতে আইপিএলেও রোহিতের হিট বজায় থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বিরাট কোহলিঃ
বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে একবারও ট্রফি দিতে না পারলেও, আইপিএলেও বিরাটের ব্যাট একইভাবে কথা বলেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারের শিরোপাও জিতেছেন বিরাট। আইপিএল কেরিয়ারে বিরাট কোহলি ১৭৭ ম্যাচে বিরাট কোহলির সংগ্রহ ৫৪১২ রান। সেঞ্চুরি ৫টা, হাফ সেঞ্চুরি ৩৬ টা। সর্বোচ্চ স্কোর ১১৩ রান। গড় ৩৭.৮, স্ট্রাইক রেট ১৩১.৬। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একার হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের রান মেশিন।
সুরেশ রায়নাঃ
আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় অন্যতম সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গুজরাটের দলের অধিনায়কত্ব করে তাদের তুলেছিলেন প্লে-অফে। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩৩.৩৪, স্ট্রাইক রেট ১৩৭.১৪। আসন্ন মরসুমেও রায়নাার চওড়া ব্যাটের উপর ভরসা রাখছে চেন্নাই ভক্তরা।
রবিন উথাপ্পাঃ
চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আইপিএল কেরিয়ার গেলেও, ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। এছাড়া ট্রফি জিততে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারীয়র্সের হয়েও। ১৭৭ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৪৪১ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৮.৮৩, স্ট্রাইকরেট ১৩০.৫০। কলকাতা এবছর তাকে ছেড়ে দিলেও, রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া উথাপ্পা।
এ বি ডিভিলিয়ার্সঃ
আইপিএলে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম এ বি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বহু ম্যাচে একার কাঁধে টেনেছেন এবিডি। তার আগে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ১৫৪ ম্যাচে আইপিএলে এবিডির সংগ্রহ ৪৩৯৫ রান। সর্বাধিক রান ১৩৩। গড় ৩৯.৯৫, স্ট্রাইক রেট ১৫১.২৩। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েও নিজের টাচ হারাননি এবি। এবছর আইপিএলে নিজের ধ্বংসাত্বক ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
ক্রিস গেইলঃ
আইপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। আইপিএল সবথেকে কম ৩০ বলে সেঞ্চুরি করার রেকর্ডও ক্রিস গেইলের দখলে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৭৫ ও ক্যারেবিয়ান জায়ান্টের দখলে। আইপএলে ১২৫ ম্যাচে ক্রিস গেইলের সংগ্রহ ৪৪৮৪ রান।সেঞ্চুরি ৬টি, হাফ সেঞ্চুরি ২৮টি। গড় ৪১ ও স্ট্রাইক রেট ১৫১। বর্তমানে বয়সের ভারে গেইলের ব্যাট একটু কম কথা বললেও, তার দিনে কিন্তু এখনও বিপক্ষকে একাই ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ইউনিভার্সাল বস।