MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ব্যাটে হাতে বিধ্বংসী, প্রেমিক সূর্যকুমার যাদব কতটা রোমান্টিক, জানুন সেই কাহিনি

ব্যাটে হাতে বিধ্বংসী, প্রেমিক সূর্যকুমার যাদব কতটা রোমান্টিক, জানুন সেই কাহিনি

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । ২০২০ সালে মুম্বইয়ের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনেকটা অবদান ছিল সূর্যকুমারের। আইপিএলে ভালো ব্যাটিংয়ের সুবাদে জাতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। এবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ চোট সারিয়ে ফিরেই দুরন্ত ব্যাটিং করছেন সূর্যকুমার যাদব। তারপর থেকেই ফ্যানেরা সূর্যের ব্যক্তিগত জীবন নিয়েও জানার বিষয়ে কৌতুহল প্রকাশ করেছে। দীর্ঘ বছর প্রেম করার পর সূর্যকুমার যাদব বিয়ে করেছেন দেবীশাকে। চলুন জানা যাক সূর্যকুমার যাদবের প্রেমকাহিনি (Love Story)।

3 Min read
Web Desk - ANB
Published : Apr 13 2022, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

চোট সারিয়ে আইপিএল ২০২২-এ  ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ২টি দুরন্ত অর্ধশতরান করেছেন তিনি। ব্যাট হাতে বিধ্বংসী হলেও ব্যক্তিগত জিবনে খুবই রোমান্টিক সূর্যকুমার যাদব। মাত্র ১৯ বছর বয়সী এক তরুণির নাচ দেখে প্রেমে পড়েছিলেন সূর্যকুমার যাদব। তখন সূর্যকুমারের বয়স ছিল মাত্র ২২। সেই মেয়েকেই করেছিলেন বিয়ে। 

210

সূর্যকুমার যাদবরা আদতে বারাণসীর বাসিন্দা। কিন্তু বাবার কর্মূসূত্রে মুম্বইতে থাকতে হত তাদের। সূর্যকুমারের বাবা অশোক কুমার যাদব ভবা রিসার্চ সেন্টারে কাজ করতেন। সেই কারণে ২০০০ সালে তারা মুম্বইতে চলে আসেন। মুম্বইতেই পড়াশোনা ও বেড়ে ওঠা সূর্যকুমারের। নিজের প্রেম জীবনের  মুম্বই থেকেই শুরু সূর্যকুমারের।
 

310

সূর্যকুমার যাদব তার স্ত্রী দেবীশাকে ২০১২ সালে প্রথম দেখেন। দুজনে একই কলেজে পড়তেন। দেবীশাকে কলেজের একটি পার্টিতে প্রথম দেখেন সূর্যকুমার যাদব। দেবীশার নাচ দেখেই প্রেমে পড়ে যান সূর্যকুমার যাদব। তার রূপও মুগ্ধ করেছিল বর্তমান ভারতীয় তারকা ক্রিকেটারকে। দেবীশার সঙ্গে কথা বলার জন্য ব্যকুল হয়ে উঠেছিলেন সূর্যকুমার যাদব। 

410

এরপর দুজনের ধীরে ধীরে কথাবার্তা, দেখা-সাক্ষাৎ শুরু হয়। দুজন প্রথমে ভালো বন্ধু হয়ে ওঠেন। তারপর ধীর ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু হয় ও একে অপরের প্রেমে পড়েন।  ৫ বছর দুজন প্রেম করেন। এরপর ২০১৬ সালে দুজন বিয়ে করেন। দেবীশা দক্ষিণ ভারতীয় হওয়ায় সেই মতেই তারা বিয়ে করেন। বর্তমানে দেবীশার একটি নাচের স্কুলও রয়েছে। 
 

510

জানা গিয়েছে যে, বিয়ের সময় দেবীশা জন্য ২৮ লক্ষ টাকা দিয়ে সূর্যকুমার যাদব একটি গাড়ি কিনছিলেন। তারপর আবার সেই গাড়ির পেছনে ১০ লক্ষ টাকা খরচ করে দেবীশার প্রিয় রং করিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা। এছাড়াও ১.২৫ লক্ষ টাকা দামের একটি ডায়মন্ড রিংও উপহার দিয়েছিলেন প্রিয় স্ত্রীকে। সূর্যের ভালোবাাস আপ্লুত ছিলেন দেবীশা। 

610

সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নিজের নানা ধরেনে ছবি তিনি শেয়ার করেন স্ত্রীর সঙ্গে নানান মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটে যেমন তিনি সিরিয়াস, ব্যক্তিগত জীবনে তিনি ততটাই রোমান্টিক। এখনও খেলার মাঝে সুযোগ পেলেই স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটান সুর্যকুমার যাদব। 

710

স্ত্রীর দেবীশার সঙ্গে রোমান্টিক মুহূর্তের কিছু ছবিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যা সকলে পছন্দও করেছেন ও বেশ মনে ধরেছে তার ফলোয়ারদের। সূর্যকুমার ও দেবীশার নানা মুহূর্ত ও বিশেষ করে রোমান্টিক ছবি খুবই পছন্দ করেন নেটিজেনরা। লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায় তাদের এক একটি ছবিতে।
 

810

নিজেদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন সূর্যকুমার যাদব। যা নেটিজেনরা খুবই পছন্দ করেন। বিয়ের ৬ বছর পরও সূর্যকুমার যাদব ও দেবীশার মধ্যে রোমন্যান্স এতটুকু কমেনি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবিই সেই প্রমাণ। 
 

910

২০২০ সালে আইপিএলের সময়ও সূর্যকুমারের যাদবের সঙ্গে আরব আমিরশাহি গিয়েছিলেন তার স্ত্রী দেবীশা। তখন তাদের নানা ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছিল। সেখানে নানা সময় নানা রোমান্টিক মুডে পাওয়া গিয়েছিল। সেই ছবিতে ঘনিষ্ঠভাবেও দেখা যায় ক্রিকেট তারকা ও তার স্ত্রীকে। যা নেট দুনিয়ায় ঝড় তুলেছিল।
 

1010

সূর্য ও দেবীশার মধ্যে সম্পর্কেপ রসায়নও খুব ভালো। সূর্যর ভালো-খারাপ সবসময় পাশে থাকেন তিনি। দাম্পত্য জীবন উপভোগ করার পাশাপাশি জাতীয় দলের জার্সিতে সূর্যকুমারের আরও সাফল্য কামনা করেছেন দেবীশা। একইসঙ্গে এবার আইপিএলে স্বামীর সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদবের স্ত্রী।

About the Author

WD
Web Desk - ANB
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বেশিরভাগ টিকিটই ভিআইপি-দের হাতে! কটকে বারাবটি স্টেডিয়ামে ধুন্ধুমার
Recommended image2
আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
Recommended image3
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের
Recommended image4
Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
Recommended image5
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved