নগ্ন হয়ে ২২ গজের ভিতর দিয়ে দৌড়, এক সময় এটাই ছিল টেস্ট ক্রিকেটের অন্যতম বিনোদন
First Published Dec 2, 2020, 7:40 PM IST
সকলেই বলে ক্রিকেট জেন্টালম্যানস গেম। কিন্তু ক্রিকে মাঠে কখনও কখনও এমন কিছু ঘটনা ঘটে। যা সত্যিই লজ্জার ও নিন্দার। ক্রিকেট মাঠে লজ্জাজনক ঘটনাগুলির মধ্যে অন্যতম হল উলঙ্গ অবস্থায় মাঠে উন্মত্ত দর্শকদের প্রবেশ। মহিলা, পুরুষ উভয় দর্শকই একাধিক বার নগ্ন অবস্থায় ক্রিকেটে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। যা সাময়িকভাবে মাঠের অন্যান্য দর্শকদের পক্ষে মনোরঞ্জনের বিষয় হলেও, আদতে এমন ঘটনা কারও কাছেই কাম্য নয়। চলুন জানা যাক এমনই কিছু ঘটনা সম্পর্কে।

অ্যাশেজ ২০০৫-
অ্যাসেজের ইতিহাসে ২০০৫ সালের সিরিজ অন্যতম সেরা। ওভালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্য়াচ চলাকালীন এক মহিলা উলঙ্গ দর্শক মাঠে ঢুকে পড়ে। কারে গায়ে একটি ওয়েবসাইটের বিজ্ঞাপনও ছিল। মহিলা মাঠে ঢুকে দৌড়তে শুরু করলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও নিরাপত্তারক্ষীরা ওই মহিলাকে মাঠের বাইরে নিয়ে যান।

সিবি সিরিজ ২০০৮-
২০০৮ সালে সিবি সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন একজন পুরুষ দর্শক উলঙ্গ অবস্থায় মাঠে প্রবেশ করে দৌড় শুরু করে। সেই সিরিজই শেষ সিরিজ ছিল অজি তারকা অ্যাডাম গিলক্রিস্টের। তাকে ফেয়ারওয়েল জানানোর জন্যই নিজের শরীরে 'ফেয়ারওয়েল গিল্লি' লিখে মাঠে প্রেবশ করেছিল ওই ব্যক্তি। পরে নিরাপত্তীরক্ষীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন