উদ্দাম জলকেলিতে ব্যস্ত 'গব্বরের' টিম ইন্ডিয়া, মুহূর্তে ছবি হল ভাইরাল
- FB
- TW
- Linkdin
মুম্বই কোয়ারেন্টাইন পর্ব শেষ করে শ্রীলঙ্কায় পৌছায় শিখর ধওয়ানের টিম ইন্ডিয়া। সেখানে ৩ দিনের কোয়ারেন্টাইন কাটিয়ে হোটেলের সুইমিং পুলে একত্রিত হয় পুরো দল।
সেখানে সকলে মিলে ফটো শুট করেন। এই ছবিতে দীর্ঘ দিন পর একসঙ্গে দেখা গেল শিখর ধওয়ান, যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদবকে।
ভারতীয় দলের সকল ক্রিকেটারদের খোশ মেজাজে দেখায় যা পুল সেশনে। সকলে চুটিয়ে এনজয় করতে দেখা যায়।
এই ছবিটিতে শিখর ধওয়ান প্রথমে ছিলেন না। পরে হঠাৎ এসে ছবিতে প্রবেশ করার ও ছবিটি নষ্ট করার চেষ্টা করেন।
কিন্তু ছবিটি নষ্ট তো হয়নি, তা আরও মজাদার হয়ে ওঠে। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু ছবিটি নষ্ট তো হয়নি, তা আরও মজাদার হয়ে ওঠে। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এর আগে শিখর ধওয়ানের দলের প্লেয়াররা নিজেদের জিম সেশনের ছবিও শেয়ার করেছিলেন।
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে পুরো দলের গ্রুপ ফটো তোলা হয়। প্রথমবার ভারতীয় দলের গ্রুপ ফটোতে থাকার সুযোগ পেয়ে আপ্লুত অনেকে।
অন্যদিকে ইংল্যান্ডেও ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন হিটম্যান।
মায়াঙ্ক আগরওয়াল ও ইশান্ত শর্মার পরিবার একসঙ্গে ঘুরতে গিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
সস্ত্রীক নতুন বিবাহিত স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাও।
বাইরে না ঘুরতে গলেও হোটেলে একসঙ্গে ব্রেকফাস্ট করারর ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সব মিলিয়ে পৃথিবীর দুই প্রান্তে খোশ মেজাজে দুই টিম ইন্ডিয়ার প্লেয়াররা।